হুগলি,৪ মার্চ:- ছোট ইলিশের উপর বিধিনিষিধের জেরে এবারে বর্ষার আগেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই বাজারে উপস্থিত গঙ্গার বড় ইলিশ। শুনে অনেকের চোখ কপালে উঠলেও হুগলির চকবাজারের মৎস্য ব্যাবসায়ীরা কিন্তু একথাই বলছেন। শুধু বলছেনই না গঙ্গার সেইসমস্ত টাটকা ইলিশ এখন তুলনামূলক কম দামে তাঁরা বিক্রিও করছেন। ক্রেতাদের সংখ্যাও নেহাত কম নয়। কারন এসময় ৮০০ গ্রাম থেকে ১কেজির চালানি ইলিশ যখন ১৫০০টাকার নীচে পাওয়াই যায়না,ঠিক তখনই একই মাপের গঙ্গার ইলিশ বাজারে বিকোচ্ছে মাত্র ৮০০ থেকে ৯০০ টাকায়। আর ১৪০০গ্রাম থেকে দেড় কেজি ওজনের গঙ্গার ইলিশ চকবাজারে বিকোচ্ছে মাত্র ১২০০ টাকায়।
মার্চের শুরুতে এই একই সাইজের চালানি ইলিশের দাম কম করে ২২০০ থেকে ২৫০০ টাকায় মেলে। বর্ষার আগে এত কম দামে গঙ্গার রূপোলি শস্য শেষ কবে মিলেছে তা অনেকেই মনে করতে পারছেন না। খবর পেয়ে অনেকেই বাজারে এসে ইলিশ নিয়ে যাচ্ছেন। ছেলেকে স্কুলে দিতে এসে ব্যান্ডেলের এক দম্পতি জয়ন্ত কুমার দে ও সুদীপ্তা দে ইলিশের খবর শুনেই সটান চলে আসেন চকবাজারে। সেখানে এসে প্রায় ১১০০গ্রামের একটি মাছ ৯০০টাকা কেজি দরে কিনে নেন। সুদীপ্তা দে বলেন এইসময়ে এত কম দামে প্রমান সাইজের ইলিশ মিলবে তাও আবার গঙ্গার সেটা ভাবতেই পারিনি। তাই দেখা মাত্রই কিনে নিলাম। এবিষয়ে এক মাছ ব্যাবসায়ী নেপাল সরকার বলেন এবারে মোটামুটি সাত দিন কাজ করলে একদিন অন্তত বাড়িতে প্রমান সাইজের ইলিশ নিয়ে যেতে পারবেন নিন্ম মধ্যবিত্ত বাঙালি। অন্যদিকে আর এক মাছ ব্যাবসায়ী হারাধন বিশ্বাস বলেন রাজ্য সরকার ছোট ইলিশ নিয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করাতেই হুগলি নদীতে বড় ইলিশ মিলছে। অন্যদিকে এবিষয়ে রাজ্যের মন্ত্রী অসিমা পাত্র বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সব পদক্ষেপ নেন সেটা জনগনের জন্যই। সরকার ছোট ইলিশ ধরা বন্ধ করতেই বড় ইলিশ মিলছে। যাই হোক দিনকয়েক ধরে চকবাজারে আসা বাঙালীরা আপাতত গঙ্গার ইলিশ ভাঁপায় মজেছেন।Related Articles
আগামী মাসের মধ্যে ছাত্র-ছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পে পাওনা সব সাইকেল তুলে দিতে হবে বলে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
নবান্ন , ২৪ আগস্ট:- করোনা আবহে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ থাকলেও আগামী মাসের মধ্যে ছাত্র-ছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পে পাওনা সব সাইকেল তুলে দিতে হবে বলে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই ২৪ পরগনা ,হাওড়া ও হুগলি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দিয়ে বলেন চলতি বছরে এখনো পর্যন্ত […]
রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে প্রভূত নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ৩ ডিসেম্বর:- রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে প্রভূত নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। নবান্ন থেকে আজ ভার্চুয়াল মাধ্যমে ইনফোকম ২০২০-র উদ্বোধন মুখ্যমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রাজ্যে প্রচুর বিনিয়োগ আসছে। উইপ্রো আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে। কগনিজেন্ট নিজেদের কর্মীসংখ্যা বাড়াচ্ছে। এরজন্য় ১০০ একর জমি এর জন্য চাওয়া হয়েছে। সিলিকন […]
পাহাড় জয় মোহনবাগানের।
অঞ্জন চট্টোপাধ্যায়,২৩ জানুয়ারি:- ডার্বির পর পাহাড়েও প্রতিপক্ষকে উড়িয়ে দিল কিবু ভিকুনার দল ৷ বৃহস্পতিবার ইম্ফলে নেরোকা এফসি-কে ৩-০ গোলে হারাল মোহনবাগান। এর ফলে লিগ শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি অবস্থান আরও মজবুত করল গঙ্গাপাড়ের ক্লাব ৷ বাগানের হয়ে গোল তিনটি করেন নাওরেম, দিওয়ারা ও তুরসুনভ। সবুজ মেরুনের নয়া বিদেশি প্রথম দিকে গোল না-পেলেও ডার্বি থেকে […]