এই মুহূর্তে রাজ্য

মাদকের রমরমা কারবারের নয়া ঠিকানা মালদা।

মালদা,২৬ নভেম্বর:- পাঞ্জাবে কিছু দিন আগেও মাদকের রমরা কারবার ছিল। উড়তা পাঞ্জাব নামে সিনেমাও তৈরী হয়ে ছিল সকলের মনে আছে নিশ্চয়। এখন আর আমাদের পাঞ্জাব যাওয়ার দরকার নেই। মাদকের রমরমা কারবারের নয়া ঠিকানা এখন এই রাজ্যের মালদহ জেলা। কেজি কেজি আফিমের আঠা উদ্ধার করছে পুলিশ। যা দিয়ে কোকেন, ব্রাউন সুগার,হেরোইন,চরশ তৈরী হয়।আর এবারের ঘটনা প্রমান করলো শুধু কোকেন ব্রাউন সুগারে থেমে নেই মালদহ আন্তর্জাতিক মাদক পাচার চক্র কতটা সক্রিয় এই জেলাতে তা ছয় জন মাদক পাচারকারী পুলিশের জালে ধরা পড়তেই টের পাওয়া গেল। সোমবার ইংরেজ বাজার থানার পুলিশ মালদহ শহরের একটি হোটেলে হানা দিয়ে তিন জনকে গ্রেফতার করে এদের কাছ থেকে ৬০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। ধৃত তিন জনের মধ্যে এক জন বাংলাদেশের নাগরিক এক জন মনিপুরের এবং এক জন কলকাতার ইকবাল পুরের বাসিন্দা। ধৃত তিন জনকে জিঞ্জাসা বাদ করে পুলিশ আরো তিন জন কে গ্রেফতার করে এদের মধ্যে দুই জন মালদার এবং এক জন কলকাতার। ধৃতরা পুলিশকে জানিয়েছে ময়ানমার থেকে এই ইয়াবা ট্যাবলেট চোরা পথে ভারতের মনিপুরে নিয়ে আসা হচ্ছে। এর পর বাংলাদেশ থেকে মালদাতে চলে আসছে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পান্ডারা। মালাদা থেকেই সীমান্ত পেড়িয়ে পাচার হচ্ছে বাংলাদেশে। এখান থেকেই ইয়াবা ট্যাবলেট যাচ্ছে কলকাতায়। পুলিশের একটি সূত্রের খবর আগে ব্রাউন সুগার কোকেন তৈরীর জন্য পোস্তর আঠা এখান থেকে বাইরে পাচার হতো এখন কালিয়াচকেই মাদকে কারখানা তৈরী হয়েছে। গোপনে তৈরী হচ্ছে ব্রাউন সুগার,কোকেনের মতো মাদক। তাই এখন আর পাঞ্জাবে যাওয়ার দরকার নেই। আর কিছু দিনের মধ্যেই “উড়তা পাঞ্জাবের” মতো “উড়তা মালদা” সিনেমা তৈরী হলে আবাক হওয়ার কিছু নেই। জাল নোট মাদক সব মিলিয়ে মালদা এখন প্রতিদিন খবরের শিরনামে।