কোচবিহার,৩ মার্চ:- ৪০০ কেজি গাঁজা সহ দুই জনকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে তুফানগঞ্জ ১ ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের শিকারপুর এলাকার ৩১ জাতীয় সড়কের একটি মাছ বোঝাই ট্রাককে আটক করে তুফানগঞ্জ থানার পুলিশ। পরে ঘটনাস্থল থেকে ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হলেও দুই যুবক আটক করে পুলিশ। তুফানগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই দুই যুবকের নাম অমৃত মল্লিক ও নিমাই দেবনাথ। তাদের বাড়ি নদীয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত ছোট জাগুলিয়ায়। ওই ট্রাকের মধ্যে থেকে উদ্ধার হয় ৬০টি গাঁজার প্যকেট। তাতে প্রায় সাড়ে ৪০০ কিলোগ্রাম গাঁজা ছিল ওই পকেটে। জানা গেছে, দিনহাটা থেকে বলরামপুর হয়ে তুফানগঞ্জ কোচবিহার রুট ধরে এদিন কলকাতার উদ্দেশ্য যাচ্ছিল। সেই সময় হাতে নাতে পাকড়াও করে তুফানগঞ্জ থানার পুলিশ।







