হুগলি, ১১ মার্চ:- ত্রিপাক্ষিক বৈঠকে খুলতে চলেছে ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিল। শ্রমিক অসন্তোষে এই জুটমিল বন্ধ হয়েছিল ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে। কাজ হারিয়েছিল প্রায় চার হাজার শ্রমিক। বন্ধের কারনে পৌরভোটের সময় রাজনৈতিক দলগুলি মিটিং অবস্থান বিক্ষোভ ইত্যাদি আন্দোলনে সামিল হলেও জুটমিলের তালা খুলতে পারেনি। অবশেষে চন্দননগর ডেপুটি লেবার কমিশনের অফিসে ত্রিপাক্ষিক বৈঠকে সমষ্যার সমাধান হয়ে গেল।
কম শ্রমিক দিয়ে আধুনিক মেশিনে কাজ করতে বলে ম্যানেজমেন্ট। কিন্তু শ্রমিকরা এই দাবি মানতে নারাজ।কম শ্রমিক দিলে টিফিন করবার সময় পাবেনা শ্রমিকরা। তাই বাড়তি শ্রমিকের দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা। সেই কারনে কিছু শ্রমিককে গেট বাহার করেছিল জুটমিল কর্তৃপক্ষ। এই অশান্তির কারনে বন্ধ হয়ে যায় ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিল। শনিবার থেকে প্রথমে মেন্টেনেন্স ইলেক্ট্রিক এই সব জরুরী বিভাগ চালু হওয়ার পর উৎপাদন চালু হবে বলে জানান জুটমিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কল্যান মিত্র। মিল খোলার খবর পেয়ে শ্রমিকদের মধ্যে খুশির আবহাওয়া তৈরি হলো।