এই মুহূর্তে জেলা

সবাইকে নিয়েই গুরুদায়িত্ব পালন করব , শপথের পর সাফ জানালেন আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারী।

আরামবাগ, ১৬ মার্চ:- সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্য দিয়েই আরামবাগ পৌরসভার শপথ গ্রহন অনুষ্ঠান হয়ে গেলো। এদিন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন মাঠে শপথ গ্রহন অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা শাসক জাহেরা হাসিনা রিজভী, হুগলি জেলা পরিষদের সভাধিপতি সেখ মেহেবুব রহমান, আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল, আরামবাগ থানার আইসি বরুন ঘোষ, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়াসহ অন্যান্যরা। জানা গেছে রীতি মেনে সংবিধানের নামে শপথ নেন ১৯ টি ওয়ার্ডের কাউন্সিলারা। তাদের শপথ বাক্য পাঠ করান আরামবাগ মহকুমা শাসক। পাশাপাশি চলে তৃনমুল কর্মী সমর্থকদের উচ্ছাস। এরপর আরামবাগ পৌরসভার মিটিং হলে সদ্য নির্বাচিত কাউন্সিলারদের নিয়ে মিটিং হয়। পৌর প্রশাসন সুত্রে জানা গেছে, এদিন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন সমীর ভান্ডারী

এবং ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন মমতা মুখার্জি। এই বিষয়ে সদ্য নির্বাচিত চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন, সেবক হিসাবে কাজ করতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে গুরুদায়িত্ব পালন করতে চাই। অপরদিকে ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন, ১৯ ওয়ার্ডের কাউন্সিলার এবং দাদা হিসাবে চেয়ারম্যান সমীর ভান্ডারী আছেন, সকলে একসাথে আরামবাগের জন্য কাজ করবো। পাশাপাশি রাজ্য তৃনমুলের অন্যতম নেতা তথা হুগলি জেলা তৃনমুল কংগ্রেসের প্রাক্তন সভাপতি দিলীপ যাদব বলেন, হুগলি জেলায় ইতিমধ্যেই তিনটি পৌরবোর্ড তৃনমুল গঠন করেছে এবং চেয়ারম্যান হিসাবে দল যাদের দায়িত্ব দিয়েছে তারা সরকারি নিয়ম মেনে দায়িত্ব নিয়েছে।সবাই দলের নির্দেশ মতো কাজ করবে। সবমিলিয়ে এদিন আরামবাগ পৌরসভা জুড়ে সবুজ ঝড়ের মাঝে একমাত্র বিজেপি কাউন্সিলার বিশ্বজিৎ ঘোষকেও দেখা যায়। তিনিও শপথ নেওয়ার পাশাপাশি প্রশাসনিক মিটিংয়ে অংশ নেন।