এই মুহূর্তে জেলা

৪ঠা মার্চ রামকৃষ্ণদেবের পুণ্য জন্মতিথি নিষ্ঠার সঙ্গে পালিত হবে বেলুড় মঠে।

হাওড়া, ১ মার্চ:- আগামী ৪ঠা মার্চ শুক্রবার ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণদেবের পুণ্য জন্মতিথি নিষ্ঠার সঙ্গে পালিত হবে বেলুড় মঠে। তবে ১৩ মার্চ সাধারণ উৎসব হচ্ছে না। আগামী ৪ মার্চ, শুক্রবার শ্রীশ্রীরামকৃষ্ণের জন্মতিথি উৎসব বেলুড় মঠে যথাযথ নিষ্ঠার সঙ্গে পালিত হবে। ওই দিন সকাল ৬-৩০ মিঃ থেকে বেলা ১১-৩০মিঃ ও বিকাল ৩-৩০ মিঃ থেকে ৫-৩০মিঃ পর্যন্ত ভক্ত ও সাধারণের জন্য বেলুড় মঠ খোলা থাকবে। তবে কোভিড পরিস্থিতিতে অতিরিক্ত ভিড় ও জনসমাগমের আশঙ্কায় আগামী ১৩ মার্চ, রবিবার সাধারণের উৎসব ও মেলা এবার অনুষ্ঠিত হবে না। ওইদিন বেলুড় মঠ বন্ধ রাখা হবে।

সাধারণত শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসবের এক সপ্তাহ পরে রবিবার সাধারণের উৎসব, একদিনের মেলা ও বাজি পোড়ানোর রেওয়াজ ছিল বেলুড় মঠে। কয়েক বছর আগে বাজি পোড়ানোর অনুষ্ঠান বন্ধ হয়ে যায় মঠের অছি পরিষদের সিদ্ধান্তে। এরপর করোনা অতিমারির প্রেক্ষাপটে মেলা ও সাধারণের উৎসবও অনুষ্ঠিত হয়নি গত দু’বছর। এবারও অতিরিক্ত ভিড় ও জনসমাগমের আশঙ্কায় মঠ কর্তৃপক্ষ মেলা ও সাধারণের উৎসব অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন বেলুড় মঠে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।