হাওড়া, ১ মার্চ:- মঙ্গলবার শিবরাত্রির সকালে পূর্বের সময়সূচি মেনে লোকাল ট্রেন চালানোর দাবিতে হাওড়ার দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনে অবরোধ শুরু করেছেন নিত্যযাত্রীরা। অবরোধে সামিল হয়েছেন মহিলারাও। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় নলপুর স্টেশনে স্থানীয় বাসিন্দা এবং নিত্যযাত্রীরা এদিন রেল অবরোধ করেন। তাদের দাবি সময়মতো লোকাল ট্রেন চালাতে হবে।
এই ট্রেন অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে ও নলপুর স্টেশনে লোকাল ও দূরপাল্লার সব মালগাড়ি ট্রেন আটকে পড়েছে। দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিক জানান, সকাল ৬-২০ মিনিট থেকে স্থানীয় বাসিন্দারা নলপুর স্টেশনে রেল অবরোধ করেছেন। তাদের কাছে কথা বলতে চাইলে তারা কিছুতেই কথা বলতে চাইছেন না। গোটা ঘটনার উপরে নজর রাখা রয়েছে। আপাতত ট্রেন বাতিল করার সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি। ট্রেন চলাচলে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।