কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- রাজ্যে চলতি কোভিড বিধি-নিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়াল রাজ্য সরকার। সোমবার নবান্ন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি নৈশ কালীন কড়া বিধিনিষেধের মেয়াদ এক ঘণ্টা কমিয়ে রাত ১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছিল। সোমবার জারি করা নির্দেশিকাতেও ওই একই নিয়ম বহাল রাখা হয়েছে।
আগের মতোই কেবল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই নৈশ কার্ফুর আওতা থেকে বাদ রাখা হয়েছে। পাশাপাশিই, মাস্ক পরা এবং শারীরিক দূরত্ববিধির নিয়ম আগের মতোই বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের নির্দেশ, বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিকেও আগের মতোই কোভিড নিরাপত্তা বজায় রাখতে হবে।