এই মুহূর্তে কলকাতা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে রাজ্যের চা রপ্তানি ব্যবসায় বিপুল ক্ষতির আশঙ্কা।

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- রাশিয়া – ইউক্রেন যুদ্ধের বিরূপ প্রভাবে রাজ্যের চা রফতানি ব্যবসায় বিপুল ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ওই দু’দেশই ভারতীয় চায়ের বৃহত্তম ক্রেতা।এই দেশ থেকে যে পরিমাণ চা বিদেশে রফতানি হয় তার ৪০ শতাংশই যায় রাশিয়া, ইউক্রেনে। যুদ্ধ পরিস্থিতিতে এখন চা শিল্প বিপদের মুখে বলেই আশঙ্কা করা হচ্ছে।

চা শিল্প মালিকদের সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স এসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে ভারতে মোট চা উৎপাদনের পরিমাণ ১৩২৯ মিলিয়ন কেজি। রফতানি হয়েছে ১৯৫ মিলিয়ন কেজি। গত বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত রাশিয়া, ইউক্রেন সহ সিআইএস দেশগুলিতে চা রফতানির পরিমাণ ছিল ৩১.৮৭ মিলিয়ন কেজি। যার বাজার দর ৫৯৫ কোটি টাকা। সংগঠনের সর্বভারতীয় সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী জানিয়েছেন, যুদ্ধের ফলে ওই দু দেশে চায়ের রফতানি কমতে পারে। যার ফলে দেশ তথা এরাজ্যের বাগিচা মালিকেরা কঠিন পরিস্থিতির মধ্য পড়বেন।