এই মুহূর্তে জেলা

পুরো নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের জরুরী বৈঠক।


সুদীপ দাস, ২৫ ফেব্রুয়ারি:- পৌর নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার চন্দননগর পুলিশ কমিশনারেটের আওতায় থাকা থানাগুলিকে নিয়ে জরুরি বৈঠক আয়োজিত হলো। এদিন মহকুমাভিত্তিক থানাগুলিকে নিয়ে ভিন্ন ভিন্ন বৈঠক আয়োজিত হয়। চুঁচুড়া ও ভদ্রেশ্বর থানার আধিকারিক সহ এই দুই থানা এলাকার পুরসভাগুলির নির্বাচনে দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের নিয়ে বৈঠক হয়। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অর্নব ঘোষ সহ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। ভোট সুষ্ঠভাবে সম্পন্ন করতে পুলিশ অফিসারদের দ্বায়িত্ব বুঝিয়ে দেন আধিকারিকরা। বেশকিছুক্ষন রুদ্ধদ্বার বৈঠকের পর পুলিশ কমিশনার বলেন চন্দননগর কমিশনারেটের আওতায় সম্পূর্নরূপে ৯টি পুরসভা এবং বাঁশবেড়িয়া পুরসভার প্রথম চারটি ওয়ার্ড রয়েছে।

এই সমস্ত এলাকায় নির্বাচনের দিন মোট ডেপুটি কমিশনার পদমর্যাদার ৩জন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদ মর্যাদার ৮জন, ইন্সপেক্টর পদ মর্যাদার ৩৩ জন যার মধ্যে ১৩জন কোলকাতা পুলিশের আধিকারিক এবং মোট ৬৮০ জনের বেশী পুলিশ অফিসার ও ৩১০০জনের বেশী বাহিনী মোতায়েন থাকবে। পৌর ভোট সম্পন্ন করতে ইতিমধ্যে বহু দুঃস্কৃতিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ কমিশনার জানান।

চন্দননগরের নির্বাচন হয়ে গেছে। তাই জেলার মোট ১২টি পুরসভায় নির্বাচন হবে আগামি ২৭ তারিখ। এরমধ্যে চুঁচুড়া সদর মহকুমায় ২২টি ওয়ার্ড বিশিষ্ট বাঁশবেড়িয়া, ৩০টি ওয়ার্ড বিশিষ্ট হুগলী-চুঁচুড়া, চন্দননগর মহকুমায় ২২টি ওয়ার্ড বিশিষ্ট ভদ্রেশ্বর, ১৫টি ওয়ার্ড বিশিষ্ট চাঁপদানী, ১৯টি ওয়ার্ডের সমন্বয়ে তারকেশ্বর, শ্রীরামপুর মহকুমায় ২৩ টি ওয়ার্ড বিশিষ্ট বৈদ্যবাটি, ২৯টি ওয়ার্ড কেন্দ্রিক শ্রীরামপুর, ২৩টি ওয়ার্ডের রিষড়া, ২০টি ওয়ার্ডের কোননগর, ২৪টি ওয়ার্ডের উত্তরপাড়া-কোতরং, ২১টি ওয়ার্ড বিশিষ্ট ডানকুনি এবং আরামবাগ মহকুমায় ১৯টি ওয়ার্ড বিশিষ্ট আরামবাগ পুরসভায় নির্বাচন হবে। ২০১৫সালে সবকটি পুরসভাই তৃণমূল কংগ্রেস দখল করেছিলো। এবছর কোন দলের ভাগ্যে সিঁকে ছেঁড়ে তার জন্য গননার দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।