কলকাতা, ২০ ফেব্রুয়ারি:- প্রয়াত ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার হাফছুটি ঘোষণা করল রাজ্য সরকার। অর্থ দফতরের বিজ্ঞপ্তি দিয়ে ‘হাফছুটি’র কথা ঘোষণা করে। সমস্ত সরকারি অফিস, স্কুল, পুরসভা, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল আগামীকাল দুপুর দুটো থেকে বন্ধ থাকবে।
এদিন সকালে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান রাজ্যের ক্রেতা ও সুরক্ষা মন্ত্রী। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। আজ তাঁর দেহ কলকাতায় আনা হবে। থাকবে পিস ওয়ার্ল্ডে। কাল নিমতলা মহা শশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।









