হাওড়া,২৯ ফেব্রুয়ারি:- প্রায় এক ইঞ্চি দৈর্ঘ্যের অদ্ভুতদর্শন মশার দেখা মিলল হাওড়ার বালিতে। বালি দমকল অফিসের কর্মীরা মশাটিকে উদ্ধার করে টিউবে ভরে সেটি পুরসভার হাতে তুলে দেন। এটি কি জাতীয় মশা পুরসভা সেটি পতঙ্গবিদকে দিয়ে পরীক্ষা করিয়ে কলকাতার পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সকালে বালি দমকল অফিসের সামনে হাইড্রেনের ধারে ল্যাম্পপোস্টের কাছে মশাটিকে দেখতে পাওয়া যায়। বালি দমকল বিভাগের কর্মী বিশ্বনাথ চক্রবর্তী তা লক্ষ্য করে মশাটিকে ধরেন। এরপর সেটিকে টিউবে সংগ্রহ করে রাখেন। এই মশা সম্পর্কে জানিয়ে হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগে খবর দেওয়া হয়। এটি কোনও রোগবাহিত মশা কিনা কৌতুহল এবং আতঙ্ক সৃষ্টি হয়। হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রাক্তন মেয়র পারিষদ ভাস্কর ভট্টাচার্য বলেন, ওই মশাটিকে আমরা পুরসভার পতঙ্গবিদকে দিয়ে পরীক্ষা করাব। এরপর সেটি কলকাতায় পরীক্ষাগারে পাঠানো হবে।








