আরামবাগ, ৭ ফেব্রুয়ারি:- আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে সোমবার থেকে শুরু হল পৌরসভা ভোটের নমিনেশন ফাইল জমা দেওয়ার দিন। এদিন সকাল থেকেই আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে চলছে পুলিশের কড়া নজরদারি। উপস্থিত আছে আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল আরামবাগ থানার আইসি বরুণ কুমার ফর্সা অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন নমিনেশন ফাইল করতে দেখা গেল আরামবাগ পৌরসভার সিপিএম প্রার্থীদের। এদিন পৌরসভার 10 টি ওয়ার্ডের সিপিআইএম প্রার্থীরা মিছিল সহকারে নমিনেশন ফাইল করতে আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে উপস্থিত হন।
মোট 10 জন সিপিএম প্রার্থী এদিন নমিনেশন ফাইল করেন বলে জানা গেছে।এই বিষয়ে বামপন্থী প্রার্থী রাঘবেন্দ্র সিংহ রায় জানান, এই দশ বছরের শাসন ও আগে বামপন্থীদের দশ বছর এলাকার মানুষ মিলিয়ে দেখুক।উন্নয়ন থেকে শুরু করে মানুষের সঙ্গে ব্যবহারে বামপন্থীরা কেমন ছিলো তা যেন এলাকার মানুষ মিলিয়ে দেখেন।গনতান্ত্রিক পদ্ধতিতে যাতে ভোট হয় সেই লড়াই চলবে।