এই মুহূর্তে জেলা

হাওড়ায় পাড়ায় শিক্ষালয় কর্মসূচির সূচনা করলেন মন্ত্রী অরূপ রায়।

হাওড়া,৭ ফেব্রুয়ারি:- কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। এই পরিস্থিতিতে সারা রাজ্যে আজ ৭ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। করোনাকালে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় পঠন-পাঠন আপাতত অনলাইনেই চলছিল। কিন্তু, তা সত্বেও প্রাথমিক স্তরের পড়ুয়ারা অনলাইনে পড়াশোনার সঙ্গে কতটা খাপ খাইয়ে নিতে পারছে তা নিয়ে আশঙ্কা থেকেই গিয়েছিল। শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন প্রি-প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিশুদের পঠনপাঠনের রাস্তা খুলতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ।

মূলত, ৪ থেকে ৯ বছর বয়সী পড়ুয়াদের শিক্ষাদানই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। একদিকে দীর্ঘদিন স্কুল বন্ধ, অন্যদিকে অনলাইন পড়াশোনার ক্ষেত্রে একাধিক সমস্যার কথা মাথায় রেখেই কচিকাঁচাদের যাতে পড়াশোনায় ফের গতি আনা যায়, সেই লক্ষ্যেই পাড়ায় শিক্ষালয়ের পদক্ষেপ। এদিন হাওড়াতেও এই কর্মসূচি শুরু হয়েছে। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ব্যাঁটরায় নবীন সংঘ ময়দানে তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন স্কুলের প্রাথমিক বিভাগের পাড়ায় শিক্ষালয় প্রকল্পের শুভ সূচনা করেন। জানা গেছে, আজ থেকে পড়ুয়াদের পাড়ায় পাড়ায় গিয়ে ক্লাস নেবেন স্কুলের শিক্ষক শিক্ষিকা, পার্শ্বশিক্ষক, শিক্ষা সহায়করা।