হুগলি,২৭ ফেব্রুয়ারি:- বহু দিন ধরে জেলার মানু্ষের দাবি ছিল প্রায় ৩০০ বছরের অধিক শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরকে হেরিটেজ ঘোষনা করুক রাজ্য সরকার। সেই দাবি মেনে নিয়ে রাজ্য সরকার ২০১৭ সালে ঐতিহাসিক এই মন্দির হেরিটেজর অাওতায় আনে। এরই সাথে জগন্নাথ মন্দির সহ জগন্নাথ ঘাট নাট মন্দিরে নিয়ে মোট চারটি স্থানকে নতুন রুপ এবং জগন্নাথ মন্দির সংলগ্ন জি টি রোডের ওপর একটি তোরন করা হবে বলে ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই মতো কাজও শুরু করে পর্যটন দপ্তর। মুখ্যমন্ত্রী দফায় দফায় এর জন্য টাকাও দেন।
কিন্তু দেখা যায় বেশ কিছু দিন দ্রুত গতিতে কাজ চলার পর কোনো এক অজানা কারনে কাজের গতিতে ছেদ পরে। এর জন্য সমাচলোনার মুখে পরতে হয়েছে প্রশাশনকে। ফের কাজ চললেও আগামী রথের আগে শেষ এই কাজ শেষ করার উদ্যেশ্যে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী ও বিভিন্ন পৌর প্রতিনিধি দের সাথে বৈঠক করলেন মন্ত্রী ইন্দ্রাণীল সেন।তিনি জানান টার্গেট দিয়ে আগামী রথের আগেই এই কাজ যাতে সম্পুর্ন হয় তার জন্য এই বৈঠক। আশা করি এবারে রথের আগেই সব কাজ সম্পুর্ন হয়ে যাবে।
+