সুদীপ দাস, ৪ ডিসেম্বর:- জাওয়াদ মোকাবিলায় তৎপর হুগলী জেলা প্রশাসন। ইতিমধ্যেই হাওয়া অফিসের সতর্কবার্তায় উঠে এসেছে হুগলী জেলার নাম। এই জেলার পূর্বভাগ সম্পূর্ন গঙ্গাতীরবর্তী এলাকায় রয়েছে। তাই সেইসমস্ত এলাকার স্থানীয় প্রশাসন ঘুর্নিঝড় মোকাবিলায় নেমে পরেছে। ঝড়ের প্রভাবে শনিবার থেকে শুরু হওয়া বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যেই হুগলী-চুঁচুড়া পৌরসভা সাধারন মানুষকে সচেতন করতে পথে নামলো। এদিন শহরের বিভিন্ন বাজারহাট সহ গঙ্গা তীরবর্তী চকবাজার বাঁধের ধার, তুলাপট্টি ঘাট সহ গঙ্গাপারের বাসিন্দা ও মৎসজীবিদের সতর্ক থাকতে আবেদন জানানো হয়। পাশাপাশি ঝড়-বৃষ্টির সময় কাঁচা বাড়ি পরিত্যাগ করে পাকা বাড়ি কিংবা সরকারি স্কুল ঘরে ওঠার অনুরোধ জানানো হয়। জাওয়াদ মোকাবিলায় হুগলী-চুঁচুড়া পুরসভায় কন্ট্রোল রুমও খোলা হয়েছে।