বীরভূম,২০ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার সকালে ৩০ জন পড়ুয়া নিয়ে ঝাড়খণ্ডের মহেশপুরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একটি ছাত্র-ছাত্রী ভর্তির বাস মুরারই থেকে রওনা দেয়। গাড়িটি কিছুদূর যাওয়ার পর মুরারই ও ঝাড়খণ্ডের সীমানায় সোনার পাড়ায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, চলন্ত বাসের পিছনের দিকে ফাটা মেঝের ফাঁক গলে পড়ে যায় প্রথম শ্রেণির ছাত্রীটি। ছাত্রীটি প্রাণে বেঁচে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ভর্তি করা হয়েছে মুরারই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন দুর্ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা। স্কুলের অভিভাবকদের অভিযোগ,ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষকে বারবার বলা হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যে সমস্ত বাস বিভিন্ন জায়গায় পরিতক্ত তালিকায় চলে যায় সেই সমস্ত বাস বা যানবাহন গুলি ছাত্র-ছাত্রী পরিবহনের জন্য স্কুল-কলেজে ব্যবহার করে।এই ইংরেজি মাধ্যম স্কুলে কিভাবে ভাঙ্গাচুরা বাস স্কুল পড়ুয়াদের যাতায়াতের জন্য ব্যবহার করা হতো।
সেদিনের ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের তরফে তৎক্ষণাৎ ছাত্রীর চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে দ্রুত ওই বাস বদলে নতুন বাস ওই জায়গায় ব্যবহার করা হবে। কিন্তু বারবার স্কুল-কলেজের পরিবহন ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে।রাজ্য প্রশাসন বারবার কড়া পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলেও স্কুলগুলি তার অভ্যাসগত ব্যবস্থা থেকে পরিবর্তন হচ্ছে না। উল্লেখ্য, কিছুদিন আগে বীরভূমের বোলপুরে এই ধরনের কিছু দুর্ঘটনার কারণে বীরভূমের বেশ কয়েকটি স্কুলে জেলা পরিবহন দপ্তর এবং পুলিশের যৌথ উদ্যোগে বিভিন্ন স্কুলে গিয়ে সেই স্কুলে ব্যবহৃত পুলকার গুলি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সিউড়ি কেন্দ্রীয় বিদ্যালয় কিছুদিন আগে একইভাবে স্কুলের গাড়ি গুলি পরীক্ষা-নিরীক্ষা করা হয়।Related Articles
পুরপ্রধানের হাত দিয়ে সূচনা চাঁপদানিতে রথযাত্রার
হুগলি, ২৭ জুন:- কেউ জানেনা কবে রথ চালু হয়েছিল।জানা সম্ভবও নয়। চাঁপদানি পৌরসভা সংলগ্ন রথের ঠিকানা পৌরসভার সামনে। রথের দিনে নির্দিষ্ট ভক্তেরা পূজা অনুষ্ঠান সেরে কাঠের রথ নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার আগে তিন বিগ্রহ জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে পুজো দিয়ে রথে ওঠানো হয়। ভক্তেরা রথের রশিতে টান দিয়ে রওনা দেয় মাসির বাড়ির […]
বেগমপুরে গিয়ে তাঁতের শাড়িতে অভিভূত রচনা।
হুগলি, ১০ জানুয়ারি:- হুগলি জেলার চন্ডীতলা ব্লকের বেগমপুরে পৌষ মাসের শুক্লা নবমীতে বিশ্বকর্মা পূজো আয়োজিত হয়। পুজোর সময় শাড়ি বোনাই এ ব্যস্ততা থাকার কারণে তন্তুবায় সম্প্রদায়ের মানুষজন পৌষ মাসে এই পুজোর প্রচলন করেছিলেন। একদা তাঁতিদের ঘরে ঘরে এই পুজো আয়োজিত হলেও বর্তমানে একাধিক বারোয়ারি পুজো কমিটি বিশ্বকর্মা পূজোর আয়োজন করে থাকে। এই অকাল বিশ্বকর্মা পুজোকে […]
স্ত্রী খুনে গ্রেফতার স্বামী, পুকুরে জাল ফেলে আগ্নেয়াস্ত্রের খোঁজ।
হাওড়া, ৩০ আগস্ট:- স্ত্রী খুনে গ্রেফতার স্বামী চন্দনকে নিয়ে ঘটনাস্থলে গেল ডোমজুড় পুলিশ, পুকুরে জাল ফেলে চলছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের খোঁজ। ডোমজুড়ে তরুণী খুনের ঘটনায় অভিযুক্ত মৃতার স্বামী চন্দন মাজিকে নিয়ে চলছে তল্লাশি। মাকড়দহের পুকুরে জাল ফেলে আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। খুনের পর আগ্নেয়াস্ত্রটি পুকুরে ফেলা হয় বলে জানিয়েছে ধৃত চন্দন মাজি। উদ্ধার হয়েছে […]