হুগলি, ২ নভেম্বর:- দিন দিন বেড়েই চলেছে পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাসের দাম।আর তাতে চরম সমস্যায় পরতে হচ্ছে সাধারণ মানুষকে। এই বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করে সুর চরিয়েছে বাংলার শাসক দল তৃণমূল। এবার পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কোন্নগরে অভিনব প্রতিবাদ দেখালো নবগ্রাম অঞ্চল তৃণমূল ছাত্রপরিষদ ও নবগ্রাম অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কোন্নগর নবগ্রামে রাস্তার পাশে দশটি কাঠের উনুন জ্বালিয়ে বাড়ির মহিলারা রান্না করলো। তরকারি থেকে শাকসব্জী ভাত সবকিছুই রান্না হলো কাঠের উনুনে, এবং রাস্তার সাইডে ফেলে দেওয়া হলো ওভেন গ্যাস সিলিন্ডার। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগানও দিল তৃণমূলের সমর্থকরা। এদিন তৃণমূলের তরফ থেকে জানানো হয় কেন্দ্রের বিজেপি সরকার শুধু মুখেই বড় বড় কথা বলে কিন্তু গরিব সাধারণ মানুষের দুঃখে বিজেপিকে পাশে পাওয়া যায়না। তাই কেন্দ্রের সরকার সাধারণ মানুষের সমস্যার কথা না ভেবে দিন দিন সব জিনিসের দাম বাড়িয়ে চলছে।