কলকাতা, ২ নভেম্বর:- রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। সব ঠিক থাকলে দীপাবলি ভাতৃদ্বিতীয়া সহ আসন্ন উৎসবের পর্ব মিটে গেলেই রাজ্যে পুরভোটের দামামা বেজে উঠবে বলে খবর প্রশাসনিক সূত্রে। পুর ভোটের দিনক্ষণ স্থির করে খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফে রাজ্য নির্বাচন কমিশন কে প্রস্তাব পাঠানো হচ্ছে বলে খবর। জানা গিয়েছে,,সবার আগে রাজ্যের রাজধানী কলকাতা ও যমজ শহর হাওড়ায় পুরভোট করাতে চায় রাজ্য সরকার। করণা পরিস্থিতি আয়ত্তের মধ্যে থাকলে আগামী ১৯ ডিসেম্বর, রবিবার কলকাতার ১৪৪টি ও হাওড়ার ৬৬টি ওয়ার্ডে ভোট করানোর কথা ভাবনা চিন্তা করা হচ্ছে।
দুই পুরসভাতেই ভোটের ফলপ্রকাশ হবে ২২ ডিসেম্বর, বুধবার। এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠাতে চলেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। এবার রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের দেওয়া প্রস্তাব খতিয়ে দেখবে। তারপর তাঁরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগেই ইঙ্গিত করেছিলেন চার বিধানসভা আসনের উপনির্বাচন শেষ হওয়ার পরেই পুরসভার বকেয়া ভোট সেরে ফেলা হবে। সেইমতো উপ নির্বাচনের ফল ঘোষণার দিনই পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। রাজ্যে এখন কলকাতা হাওড়া সহ ১১২টি পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়েছে। ওইসব পুরসভার কাজ কর্ম পরিচালনা করতে প্রশাসক বোর্ড নিয়োগ করেছে রাজ্য সরকার।