এই মুহূর্তে জেলা

বিসর্জনের তৎপরতা তুঙ্গে চুঁচুড়ায়।

সুদীপ দাস, ১৫ অক্টোবর:- বিসর্জনের তৎপরতা তুঙ্গে হুগলী-চুঁচুড়া পৌর এলাকায়। পৌরসভার মোট ৮টি গঙ্গার ঘাটে বিসর্জন হচ্ছে। এরমধ্যে সবথেকে বেশী প্রতিমা বিসর্জন হওয়ার কথা চুঁচুড়ার অন্নপূর্না ঘাটে। তাই এবছর প্রথম এই ঘাটে আনা হলো অত্যাধুনিক হাইড্রা মেশিন (ক্রেন)। অন্নপূর্না ঘাটে বিসর্জনের জন্য বেশ কয়েকবছর আগেই পৌরসভার পক্ষ থেকে স্লোপিং করা হয়েছে। মূলত পৌর কর্মীরা প্রতিমা বিসর্জনের পর প্রতিমার কাঠামো গঙ্গা থেকে তুলে নিয়ে আসতো। তাই কর্মীদের পরিশ্রম কমাতে এবারে এখানে হাইড্রা মেশিনের মাধ্যমে কাঠামো তোলার ব্যাবস্থা করা হয়েছে।

শুক্রবার বেলা ১২টা থেকেই অন্নপূর্না ঘাটে বিসর্জন শুরু হয়ে যায়। একে একে বিভিন্ন বাড়ি ও বারোয়ারিগুলি তাঁদের প্রতিমা নিয়ে প্রবেশ করে গঙ্গা ঘাটে। সেখানে প্রতিমার ফুল ও সজ্জা গঙ্গার পারে নির্দিষ্ট জায়গায় রাখা হয়। এরপর গঙ্গায় প্রতিমা বিসর্জন দিয়ে কাঠামো তুলে আনা হয়। অপ্রতিকর ঘটনা এড়াতে গঙ্গার ঘাটগুলিতে প্রচুর পুলিশ কর্মী ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা রয়েছেন। চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জী, কো-অর্ডিনেটর পার্থ সাহারা এদিন গঙ্গার ঘাটগুলি ঘুরে বিসর্জন প্রক্রিয়া পরিদর্শন করেন।