এই মুহূর্তে জেলা

উত্তরবঙ্গ বা দক্ষিনবঙ্গ বলে কোন কথা নেই সমগ্র পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই – সুকান্ত মজুমদার।


বালুরঘাট, ২০ সেপ্টেম্বর:- উত্তরবঙ্গ বা দক্ষিনবঙ্গ বলে কোন কথা নেই সমগ্র পশ্চিমবঙ্গকে বাঁচানোর এই লড়াই। সেই লড়াইয়ে ভয় ও লোভে হয়তো অনেকেই চলে গেছে, তাতে দলের কোন ক্ষতি হয় না। বিজেপি আদর্শ ভিত্তিক একটি দল সেই জন্য কোন নেতা চলে গেলে আদর্শ চলে যায় না। সোমবার সন্ধ্যায় দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার থেকে চিঠি মারফৎ পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার খবর জানতে পেরে আজ বালুরঘাটে নিজের দপ্তরে বসে এই কথা বলেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্যে বিজেপির নতুন সভাপতি সুকান্ত মজুমদার। নতুন সভাপতি হয়ে সুকান্তবাবু এই কথার মধ্যে দিয়ে দল ও কর্মীদের মনোবল চাঙ্গা করতে নাম না করে

বাবুল সুপ্রিয়র দলবদলু নিয়ে ও উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বানানোর জন বারলার দাবিকে উড়িয়ে দুই পাখি মারার চেষ্টা চালালেন বলে রাজনৈতিক মহলের একাংশের ধারনা। পাশাপাশি তিনি এও বলেন এই পদে অনেকেই আগে ছিলেন এখন তিনি আছেন আগামীতে অন্য কেউ আসবেন তাই ওই নিয়ে তিনি ভাবিত নন। দল বর্তমানে যে দায়িত্ব দিয়েছে সেই কাজ দায়িত্বের সাথে করে যাওয়াই তার মুল লক্ষ বলে নতুন পদে নির্বাচিত হয়ে সাংবাদিকদের একথা জানিয়ে দেন সুকান্ত মজুমদার। তিনি এও জানান বিদায়ী রাজ্য সভাপতি দীলিপ ঘোষের সাথে তার এব্যাপারে কথা হয়েছে। প্রসংগত দীলিপ ঘোষ কিছু দিন আগে দলের নতুন সভাপতি নির্বাচন নিয়ে মন্তব্য করতে গয়ে সুকান্ত মজুমদারের নাম প্রকাশ্যে এনেছিলেন।