এই মুহূর্তে জেলা

হুগলিতে চার সশস্ত্র দুষ্কৃতি গ্রেফতার,উদ্ধার গুলি বন্দুক।


হুগলি, ২৮ জানুয়ারি:- হুগলি গ্রামীন এলাকার গুড়াপ থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে পুলিশ টহল চলার সময় পৈলান এলাকায় দূর্গাপুর এক্সেপ্রেস হাইওয়ের পাশের একটি বন্ধ কারখানার সামনে বোলেরো পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। সন্দেহ হওয়ায় গাড়ি সমেত চারজনকে আটক করে পুলিশ।

ধৃতদের কাছ থেকে তল্লাসীতে দুটি ওয়ান শার্টার পাইপ গান দুই রাউন্ড গুলি ভোজালি ও রড উদ্ধার হয়। পুলিশ জানতে পারে ডাকাতির উদ্দেশ্যে তারা জরো হয়েছিল। ধৃতদের মধ্যে দুজনের বাড়ি উত্তর ২৪ পরগনার ন্যাজাটে আর একজনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে, একজনের বাড়ি হুগলির চন্ডিতলায়। চারজনকেই আজ চুঁচুড়া আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।