এই মুহূর্তে জেলা

ভ্যাকসিন নিয়ে চরম বিশৃঙ্খলা আরামবাগের চাঁদুরে।

আরামবাগ, ৩ সেপ্টেম্বর:- ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলা থেকে চরম উত্তেজনা ছড়ালো আরামবগের চাঁদুরের ভাটার মোড় এলাকার পৌর স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনা স্থলে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী ও আইসি বরুন ঘোষ। স্থানীয় মানুষের দাবী, সকাল থেকে যারা ভ্যাকসিনের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা ভ্যাকসিন পাচ্ছে না। অথচ বাইরে থেকে হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা পরিচিত ব্যক্তিদের ভ্যাকসিন দিয়ে দিচ্ছে। এই নিয়ে আরামবাগের ভাটার মোড় এলাকায় পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে এদিন ভ্যাকসিন দেওয়া কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের দাবী, বেনিয়ম ভাবে ভ্যাকসিন কেন্দ্রে স্টাফেরা তাদের পরিচিত ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে।

সাধারণ মানুষ এ বিষয়টি চোখে পড়ায় ক্ষুব্ধ হয় বিক্ষোভ দেখানোই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় ভ্যাকসিন কেন্দ্রের চত্বরে। এই বিশৃংখলার থাকার কারণে ভ্যাকসিন কেন্দ্রে স্টাফেরা দীর্ঘক্ষণ ভ্যাকসিন বন্ধ করে দেন। এই বিষয়ে এক মহিলা জানান, সকাল সাতটা থেকে দাঁড়িয়ে আছি।ভ্যাকসিন পাবো কিনা জানি না। অপরদিকে ওই স্বাস্থ্য কেন্দ্রের সুপার বলেন, ভ্যাকসিন কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় সাময়িক ভাবে ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দেওয়া হয়।লিস্টের বাইরে কাউকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না।