এই মুহূর্তে কলকাতা

মানুষকে স্বস্তি দিয়ে রাজ্যে করোনা সংক্রমন নিম্নমুখী।

কলকাতা, ৩ মে:- মানুষকে স্বস্তি দিয়ে গোটা দেশের সঙ্গে এরাজ্যেও করোনা সংক্রমনের নিম্নমুখী গতি অব্যাহত। তবে সংক্রমন সামান্য কিছুটা বেড়েছে বুধবার। যদিও এরাজ্যে তা কমতির দিকে। মঙ্গলবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৩২৫। বুধবার সেই সংখ্যা সামান্য বেড়ে দাঁড়ায় ৩৭২০-তে। এই নিয়ে বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৯ লক্ষে পৌঁছল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭২০ জন।

চলতি সপ্তাহের শুরুতেই স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, সাপ্তাহিক করোনা আক্রান্তের সংখ্যা ২৭ শতাংশ হ্রাস হয়েছে। মঙ্গলবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৩২৫। আজ সেই সংখ্যা সামান্য বেড়ে দাঁড়ায় ৩৭২০-তে। এই নিয়ে বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৯ লক্ষে পৌঁছল। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যার ০.০৯ শতাংশ সক্রিয় রোগীর সংখ্যা। করোনা আক্রান্তের সংখ্যার পাশাপাশি করোনায় মৃতের সংখ্যাও বেশ কিছুটা কমেছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে ২০ জনের মৃত্যু হয়েছে।