সুদীপ দাস, ২১ আগস্ট:- বিনা অনুমতিতে গঙ্গাপারের নির্মান বন্ধ করে দিলো পুরসভা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার বকুলতলা ঘাটে। পুরসভা সূত্রে খবর, বছর তিনেক আগে ওই ঘাটে মহিলাদের জন্য একটি প্রসাধনী কক্ষ তৈরীর কাজ শুরু করে চুঁচুড়ার একটি ধর্মীয় সংগঠন। তৎকালীন হুগলির জেলাশাসক সঞ্জয় বনশলের নির্দেশে শুরুতেই সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু শনিবার পুনরায় সেই কাজ শুরু করে শ্রীগুরু সংঘ নামে ওই ধর্মীয় সংগঠন। খবর পেয়ে সেখানে উপস্থিত হন চুঁচুড়ার পুরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জী। পুরপ্রশাসক তড়িঘড়ি নির্মান কাজ বন্ধ করে দেন। পুরপ্রশাসক বলেন জেলাশাসকের নির্দেশে বন্ধ হওয়া কাজ কাউকে না জানিয়েই পুনরায় শুরু করা হয়েছিলো। আমরা খবর পেয়েই সেই কাজ বন্ধ করে দিলাম। যদিও এবিষয়ে পুরসভার এক কো-অর্ডিনেটর জয়দেব অধিকারী বলেন বহু মহিলা এই ঘাটে গঙ্গা স্নান করতে আসেন। তাই এই ঘাটে প্রসাধনী কক্ষের দরকার আছে। বিষয়টি নিয়ে ভাবা উচিত।
Related Articles
কারসাজি করে ব্রহ্মচারিণীর টাকা হাতানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে।
সুদীপ দাস, ২৬ অক্টোবর:- কারসাজি করে ব্রহ্মচারিণীর টাকা হাতানোর অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। ব্রহ্মচারিণী অঞ্জুদিদি আগে থাকতেন রিষড়ায়। পরবর্তীকালে তিনি চলে যান বৃন্দাবনে। সেখানে আশ্রমে থাকতেন। বেড়াতে গিয়ে অঞ্জু দিদির খোঁজ পায় ভদ্রেশ্বরের বাসিন্দা অমল শীল। রিষড়ায় থাকাকালীন এই ব্রহ্মচারিণী শরীর অসুস্থতার কারনে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি হয়েছিল। সেই সময় হাসপাতালে চাকরি করত অমলের […]
জল সরবরাহে সময়ের পরিবর্তন।
হাওড়া , ২১ সেপ্টেম্বর:- গঙ্গায় ভাটার কারনে হাওড়া পুর এলাকায় পানীয় জল সরবরাহের কিছু সমস্যা দেখা দিয়েছে। এইজন্য পানীয় জল সরবরাহ স্বাভাবিক করতে পাইপ লাইন জরুরি ভিত্তিতে মেরামতি করার প্রয়োজন দেখা দিয়েছে। সেই কারণে আগামি এক সপ্তাহ জল সরবরাহের সময়ের কিছুটা পরিবর্তন করা হয়েছে। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সকালে […]
দিনেদুপুরে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে মারধর করে সোনার গয়না নিয়ে চম্পটের ঘটনার কিনারা করল পুলিশ।
হাওড়া , ১৩ অক্টোবর:- ফ্ল্যাটে একাকী বৃদ্ধাকে মারধর করে তাঁর গা থেকে সোনার গয়না ছিনিয়ে নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতী। গত ৫ অক্টোবর সোমবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছিল হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার রোজ মেরি লেনে। বহুতল আবাসনের তিনতলার ফ্ল্যাটে ঘটে ওই ঘটনা। ওই ঘটনায় সোমবার গোলাবাড়ি থানার পুলিশ অভিযুক্ত শিবা মল্লিককে (২৬) গ্রেফতার করেছে। হাওড়া […]