এই মুহূর্তে কলকাতা

স্কুলের শিক্ষকদের বাড়ির কাছাকাছি বদলির সুযোগ করে দিতে চালু হচ্ছে”উৎসশ্রী” প্রকল্প।

কলকাতা, ২২ জুলাই:- সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের বাড়ির নিজের জেলায় বা বাড়ির কাছাকাছি বদলির সুযোগ করে দিতে এবার “উৎসশ্রী” নামে নতুন প্রকল্প চালু করা হচ্ছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি পোর্টাল তৈরীর কথা ঘোষণা করেন। তিনি বলেন, শিক্ষকদের যতটা সম্ভব কাছাকাছি স্কুলে কাজ করার সুযোগ করে দিতেই এই উদ্যোগ। শিক্ষকরা নিজেরাই এখানে বদলির আবেদন করতে পারবেন। শিক্ষা দফতর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এই পোর্টালটির নাম রাখা হচ্ছে উৎসশ্রী। যেহেতু শিক্ষার ব্যাপার এবং শিক্ষা সমস্ত কিছুর উৎস, তাই এটার নাম দেওয়া হয়েছে উৎসশ্রী।