এই মুহূর্তে জেলা

পরীক্ষা ছাড়াই মাধ্যমিকের ফল প্রকাশ , সকাল থেকেই মার্কসিট বিতরণ বিভিন্ন স্কুল থেকে।

সুদীপ দাস, ২০ জুলাই:- মঙ্গলবার করোনা আবহে প্রথমবার পরীক্ষা ছাড়াই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো। এদিন সকাল ১০টা থেকেই মহকুমা ভিত্তিক বিভিন্ন স্কুল থেকে মার্কশিট বিতরন শুরু হয়। বৃষ্টিকে উপেক্ষা করেই বিভিন্ন মহকুমার হেড কোয়ার্টারে থাকা নির্দিষ্ট বিদ্যালয় থেকে মার্কশিট সংগ্রহ করতে উপস্থিত হন ওই মহকুমার সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। চুঁচুড়ায় অধ্যাপক জ্যোতিষ চন্দ্র ঘোষ বালিকা বিদ্যালয় থেকে এদিন মাধ্যমিকের মার্কশিট বিতরন করা হয়।

কোভিড বিধি মেনে লাইনে দাঁড়িয়ে শিক্ষক-শিক্ষিকারা নিজেদের বিদ্যালয়ের খাম ভর্তি মার্কশিট বুঝে নেন। কোনরকম অপ্রতিকর ঘটনা এড়াতে ছিলো পুলিশি ব্যাবস্থা। এই মার্কশিট বিদ্যালয়ে নিয়ে যাওয়ার পর মার্কশিট অনুযায়ী তালিকা তৈরী করে তা বিদ্যালয়ের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। এরপর পড়ুয়াদের অভিভাবকরা নির্দিষ্ট প্রমান নিয়ে বিদ্যালয়ে গেলে তাঁদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে। উল্লেখযোগ্য করোনা আবহে এবার পাশের হার ১০০ শতাংশ।