অঞ্জন চট্টোপাধ্যায় ,৭ ফেব্রুয়ারি;- শতবর্ষে এই ইস্টবেঙ্গল দলই কি হতিহাসে সবচেযে জঘন্যতম দল। ইস্টবেঙ্গলের ভাবলেষহীন ফুটবল দেখলে মনে হবে কোয়েস ও ক্লাবকর্তারা শতবর্ষে কলঙ্কজনক অধ্যায় উপহার দিচ্ছেন তাঁদের সমর্থকদের। কল্যাণীতে আইজলের কাছেও হার ১-০ গোলে। এই ধারা চলতে থাকলে অবনমন নিশ্চিত শতবর্ষে। এদিন প্রথম থেকে ছন্দহীন দেখায় ইস্টবেঙ্গল দলকে। কার্ড সমস্যার কারণে এদিন ইস্টবেঙ্গলের আক্রমণভাগে ছিলেন না মার্কোস। প্রথম থেকে নেমেছিলেন ক্রোমা। পুরো ম্যাচে কলকাতা লিগের ফর্মের এক হঞ্চিও ফুটবল খেলতে পারলেন না। এদিন বাড়তি দায়িত্ব ছিল দুই স্প্যানিশ জুয়ান মেরা ও হাইমে স্যান্টোস কোলাডোর ওপরও । কিন্তু আক্রমণের ঝাঁঝ থাকলেও কাঙ্খিত ৩ পয়েন্টের দেখা পেতে এ দিন ব্যর্থ হল ইস্টবেঙ্গল। আইজলের বিরুদ্ধে প্রথম একাদশে এ দিন একাধিক পরিবর্তন করেছিলেন ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরা। মাঝমাঠে ফেরেন কাসিম আয়দারা । ডিফেন্সে মার্তি ক্রিসপির পরিবর্তে খেলানো হয় আসির আক্তারকে। মাঝমাঠে লালরিনডিকা রালতেকে তুলে নামানো হয় পিন্টু মাহাতোকেও। কিন্তু তাতেও দলকে জয়ের সরণীতে ফেরাতে পারলেন না ইস্টবেঙ্গলের নয়া প্রশিক্ষক। এই ম্যাচে হারের ফলে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে নেমে এল ইস্টবেঙ্গল । ২০১৭ সালের পর আইজলের কাছে হার। অন্য দিকে, ম্যাচের আগে লিগ টেবলে ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে থাকা আইজল এফসি উঠে
এল একধাপ ওপরে ১০ ম্যাচে তাদের পযে্ট ১১।