এই মুহূর্তে জেলা

অক্সিজেন কনসেন্ট্রেটর ভ্যান পরিষেবা চালু করল শ্রীরামপুর পুরসভা।

হুগলি , ৯ জুন:- করোনা মোকাবিলায় আক্রান্তদের দুয়ারে অক্সিজেন পরিষেবা দেওয়ার লক্ষ্যে অক্সিজেন কনসেন্ট্রেটর ভ্যান ” পরিষেবা চালু করল শ্রীরামপুর পুরসভা। বুধবার শ্রীরামপুরে প্রকল্পের সূচনা করেন এক দল বিধায়ক ও শ্রীরামপুর পুরসভার পুরপ্রশাসক। ছিলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুই, পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায়। পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় বলেন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই আধুনিক স্বাস্থ্য পরিষেবা মানুষকে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এর ফলে সহজেই শ্বাসকষ্ট জনিত সমস্যা থেকে ভালো থাকবেন। স্বেচ্ছাসেবী সংস্থা সবুজ সৈনিকের সদস্য সন্তোষ কুমার সিং বলেন, অক্সিজেন কনসেন্ট্রেটর ভ্যান রক্ষনাবেক্ষন করবে সবুজ সৈনিক।