এই মুহূর্তে জেলা

যুবতীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে গ্রেপ্তার যুবক আরামবাগে।

আরামবাগ, ৫ জুলাই:- একজন যুবতির সাথে অশালীন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে কোটে পাঠালো আরামবাগ থানার পুলিশ। ধৃতের নাম রাজু হালদার। বাড়ি আরামবাগের চাঁদুর এলাকায়। অভিযোগ ছেলেটি নাকি মেয়েটিকে প্রায় টোন মারা থেকে শুরু করে ওড়না ধরে টানাটানি করে। অভিযোগের ভিত্তিতে আরামবাগ থানার পুলিশ যুবকটিকে গ্রেফতার করে। এদিন তাকে আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয়। যদিও যুবকটির মায়ের দাবী তার ছেলেকে ফাঁসানো হয়েছে। টাকা আদায় করার জন্য ছেলেকে ফাঁসানো হয়েছে। যদিও আরামবাগ থানার পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে।