কলকাতা, ২৫ জুন:- রাজ্য বিধানসভার পাবলিক একাউন্টস কমিটির সদস্যপদের জন্য জমা পড়া কুড়িটি আবেদনপত্রের সবকটিই বৈধ বলে বিবেচিত হয়েছে। ওই কমিটির কুড়িটি পদের জন্য সমসংখ্যক মনোনয়ন মনোনয়ন জমা পড়ায় আর নির্বাচনের প্রয়োজন হবে না। এরপরে বিধানসভার অধ্যক্ষ নিজ ক্ষমতা বলে পি এসির যেকোনো একজন সদস্যকে ওই কমিটির চেয়ারম্যান হিসাবে মনোনীত করতে পারেন বলে বিধানসভা সূত্রে জানা গেছে। এদিকে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া মুকুল রায়ের মনোনয়ন বাতিল করার জন্য বিজেপির তরফে অধ্যক্ষের কাছে আবেদন জানানো হয়। কিন্তু মনোনয়ন পত্র পরীক্ষা করে দেখার পর সেটি বৈধ হিসেবে গৃহীত হয় বলে বিধানসভার সূত্রে খবর। উল্লেখ্য মুকুলবাবু গত সপ্তাহেই পি এ সির সদস্য পদের জন্য মনোনয়ন জমা দেন। তার মনোনয়নপত্র স্বাক্ষর করেন অম্বিকা রায় ও বিষ্ণু প্রসাদ শর্মা। আগামী সোমবার বিধানসভায় পিএসসির সদস্য নির্বাচনের কথা ছিল। ঐদিন ডাকা সর্বদল বৈঠক এর অধ্যক্ষ আনুষ্ঠানিকভাবে পিএসসি সদস্য ও চেয়ারম্যানের নাম ঘোষণা করতে পারেন বলে জানা গিয়েছে।
Related Articles
প্রয়াত মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক, শোকস্তব্ধ ক্রীড়া জগত।
স্পোর্টস ডেস্ক , ৯ আগস্ট:- চলে গেলেন সবুজ মেরুন এর প্রাক্তন অধিনায়ক। মণিতোম্বি সিংহ । দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন মণিতোম্বি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর । ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত মোহনবাগানে ছিলেন মণিতোম্বি । রাইট ব্যাকে খেলতেন এই মণিপুরি ফুটবলার । কিছু ম্যাচে তাঁকে মাঝমাঠেও খেলানো হয়েছিল […]
নির্মাণ শ্রমিকদের মাথার ওপরে পাকা ছাদের বন্দোবস্ত করতে উদ্যোগী রাজ্যের শ্রম দপ্তর।
কলকাতা, ১৬ অক্টোবর:- বাংলার নির্মাণ শ্রমিকেরা অনেকের মাথার ওপরে পাকা ছাদ গড়ে দিলেও তাঁদের অনেকেরই কিন্তু মাথার ওপর পাকা ছাদ নেই। অনেকের নিজের বাড়িও নেই। কেউ তাঁদের সেই বাড়ি গড়ে দেওয়ার কথা ভাবে না। কিন্তু এবার এই ছবির পরিবর্তন ঘটাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই এবার রাজ্যের নির্মাণ শ্রমিকদের মাথার ওপরে পাকা ছাদের বন্দোবস্ত […]
করাচি থেকে হ্যাক হুগলির শীতলা পুজোর ফেসবুক পেজ! থানার দ্বারস্থ পুজো কমিটি।
হুগলি, ৮ এপ্রিল:- হুগলির চুঁচুড়া কনকশালী নন্দীপাড়ার শীতলা পুজো কমিটির নামে একটি ফেসবুক পেজ চলে। যেটির এডমিন ছিলেন সুমন মালিক। ৯২ বছর ধরে ধূমধাম করে পুজো হয় কনকশালীতে। এবারও হয়েছে।গতকাল ভোগ খাওয়ানো হয়। পুজো কমিটির সদস্য সুমন মালিক জানান, গত পাঁচ তারিখ তারা দেখেন পুজো কমিটির ফেসবুক হ্যাক হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ মেটা’য় মেল করে তারা […]