এই মুহূর্তে জেলা

লোকাল ট্রেন চালু নিয়ে ডিআরএমের সঙ্গে বৈঠক করলেন লকেট চট্টোপাধ্যায়।


হাওড়া, ২৫ জুন:- লোকাল ট্রেন চালু নিয়ে হাওড়ার ডিআরএমের সঙ্গে বৈঠক করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বললেন ট্রেন চালানোর ব্যাপারে রেল কতৃপক্ষ প্রস্তুত রয়েছে। রাজ্য সরকার চাইলেই লোকাল ট্রেন পরিষেবা শুরু করা সম্ভব। রেল যেহেতু কেন্দ্রের অধীন তাই ইচ্ছে করেই লোকাল ট্রেন চালু করতে সম্মতি দিচ্ছে না রাজ্য সরকার। এমনই অভিযোগ লকেটের। উল্লেখ্য, এর আগে গত বছর অক্টোবরে পুজোর আগে লোকাল চালুর দাবি তুলেছিলেন লকেট। হাওড়ার ডিআরএমের সঙ্গে বৈঠকে লোকাল ট্রেন চালুর দাবি তুলেছিলেন তিনি। এদিন শুক্রবার দুপুরে হাওড়ার ডিআরএমের সঙ্গে ফের বৈঠক করে গেলেন বিজেপি সাংসদ লকেট। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, রুটিরুজির স্বার্থে মানুষকে অতিরিক্ত খরচ বহন করে কাজে যেতে হচ্ছে। তাতে মানুষ কে অসুবিধায় পড়তে হচ্ছে। তিনি আরও বলেন, করোনার তৃতীয় ঢেউ নিয়েও যখন চর্চা চলছে, সেসময়ে তিনি উপনির্বাচন চাইছেন অথচ লোকাল ট্রেন চালানোর বিষয়ে রাজ্য সরকার কোভিড সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন। আসলে যেহেতু রেল কেন্দ্রীয় সরকারের অধিনে, তাই সেই সরকারকে মানুষের কাছে ছোট করার জন্য এবং মানুষকে বোঝানোর জন্য সরকার কোভিড সংক্রমণ ছড়ানোর কথা তুলছেন।