এই মুহূর্তে জেলা

ছিনতাই এ বাঁধা দেওয়ায় গুলি করে খুন সিঙ্গুরে।

হুগলি, ১৮ জুন:- ছিনতাই এ বাঁধা দেওয়ায় গুলি করে খুন করে পালালো দুস্কৃতিরা। মৃতের নাম মনোজ মন্ডল (৪৮)। ঘটনা সিঙ্গুর থানার সিংহেরভেড়ি গ্রামে। হরিপাল থানার মহিষটিকরী থেকে ভুটভুটি করে শ্বশুড়বাড়ি থেকে ফেরার পথে গ্রামের ভিতরে ঢোকার রাস্তায় ছিনতাই করার উদ্দেশে পথ আটকায় দুজন দুষ্কৃতি। বাইকে নিয়ে চম্পট দেয়। বাধা দেওয়ায় গুলি করে খুন করে দুস্কৃতিরা পালিয়ে যায় সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দেয়।