এই মুহূর্তে কলকাতা

লতা মঙ্গেসকারের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রবীন্দ্র সদনে লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। সমাজবাদী পার্টির সমর্থনে উত্তরপ্রদেশে ভোট প্রচারে রওনা হওয়ার আগে তিনি রবীন্দ্রসদনে যান। রাজ্য সরকারের তরফে আয়োজিত এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অরূপ রায়, শশী পাঁজা, মদন মিত্র, দেবাশিস কুমার, ইন্দ্রনীল সেন প্রমুখ।

বিকেল ৫টা পর্যন্ত সাধারণ মানুষ সেখানে লতা মঙ্গেশকার কে শ্রদ্ধা জানাতে পারবেন। রবীন্দ্র সদনের এই অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের কালজয়ী গানগুলি বাজানো হচ্ছে। এছাড়াও আগামী ১৫ দিন তার স্মরণে রাজ্যে সমস্ত ট্রাফিক সিগনালে লতা মঙ্গেশকরের গান বাজানো হবে বলেছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। অর্ধদিবস ছুটিও ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। অফিস,স্কুলে হাফ ছুটি দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে আজ থেকে শুরু হওয়া দুয়ারে শিক্ষালয় কর্মসূচির ক্লাসও দুপুর সাড়ে 12 টায় ছুটি দিয়ে দেওয়া হয়।