হাওড়া,৩ ডিসেম্বর:- মঙ্গলবার সকালে হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনে এসে বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন তিনি গার্ডেনের আধিকারিক সহ প্রাতঃভ্রমণকারী, সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন। সমস্যার কথা শোনেন। এদিন সস্ত্রীক রাজ্যপাল সকাল ৬-৫১ মিনিট নাগাদ বোটানিক্যাল গার্ডেনে এসে পৌঁছান। তিনি গাড়ি থেকে নামেন গার্ডেনের প্রধান ফটকের সামনে। তিনি সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। পরিচয় সেরে নেন। ফুলের স্তবক দিয়ে রাজ্যপালকে স্বাগত জানায় গার্ডেন কর্তৃপক্ষ। এরপর রাজ্যপালের কনভয় পৌঁছে যায় গার্ডেনের ভিতরে। পাঁচ শতাধিক বছরের প্রাচীন বটবৃক্ষ দেখে তিনি মুগ্ধ হয়ে যান। এরপর রাজ্যপাল চলে আসেন গঙ্গা তীরবর্তী গার্ডেনের অফিসের কাছে। সেখানে রাজ্যপাল বৃক্ষরোপণ করেন। এদিন রাজ্যপাল গার্ডেনের সুদীর্ঘ ইতিহাসের উল্লেখ করেন। তিনি এখানকার মনোরম পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই গার্ডেনকে নাগরিকরাই পারেন রক্ষা করতে। তাদেরই সে দায়িত্ব। পাশাপাশি তিনি বলেন, পশ্চিমবঙ্গ শান্তির জায়গা। কোনওরকম রাজনৈতিক হিংসার ঘটনা এখানে কাম্য নয়। তিনি এদিন গার্ডেনে এসে রাজ্যের জন্য শান্তি প্রার্থনা করেন। এদিন রাজ্যপাল সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গ একটি শান্তিপূর্ণ রাজ্যে পরিনত হোক এটাই প্রার্থনা করি। মহাত্মা গান্ধীর দেড়শ তম জন্মবার্ষিকীতে সবাই যেন তার মতাদর্শকে মেনে চলে এটাই প্রার্থনা। রাজনীতিতে বিভেদ থাকে। মতের অমিল কিন্তু তা সত্বেও গণতন্ত্রের প্রয়োজনীয় শর্ত মেনে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রয়োজন আছে। গান্ধীজির অহিংস নীতি মেনে রাজনৈতিক হিংসা বন্ধেরও আবেদন জানান তিনি।
Related Articles
পূনর্বিবেচনার দিকে তাকিয়ে পুজো কমিটিগুলি , দর্শকরা মণ্ডপে ঢুকতেই না পারেন তাহলে সব মাঠে মারা যাবে বলে আশঙ্কা উদ্যোক্তাদের।
কলকাতা , ২০ অক্টোবর:- বোধনের ঢাকে কাঠি পড়তে আর দুদিনও বাকি নেই। ইতিমধ্যেই রকমারী থিমের বৈচিত্র এবং চোখ ধাঁধানো আলোয় সেজে পুরো দস্তুর প্রস্তুত শহরের বারোয়ারী পুজোর অধিকাংশ মণ্ডপ। দর্শনার্থীদের ঢল না নামলেও মানুষের আনিগুনি শুরু হয়ে গেছে সেই রবিবার থেকেই। কিন্তু তা স্বত্তেও আগামী দিন গুলোতে কী হবে তা নিয়ে এখনও সংশয়ে পুজো উদ্যোক্তারা। […]
বেতন বৃদ্ধির দাবিতে ওন্দা সুপার স্পেশালিটি কোরোনা হসপিটালের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ।
বাঁকুড়া , ২৯ সেপ্টেম্বর:- যখন সারাবিশ্ব করোনা আতঙ্কে আতঙ্কিত সেইসময় পশ্চিমবঙ্গ সরকার বেশকিছু সুপার স্পেশালিটি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে চিহ্নিত করেছিল, তারমধ্যে বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হসপিটালকে কোভিড হসপিটালে হিসাবে চিহ্নিত করা হয়। সোমবার সকাল থেকেই সেই হসপিটালের গেটের সামনে বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হসপিটালের অস্থায়ী কর্মীরা বিক্ষোভ করেন। এই বিক্ষোভে সামিল হয় প্রায় 60 […]
শ্রম দপ্তরের উদ্যোগে আজ কোচবিহার দিনহাটা শ্রমিক মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
কোচবিহার ,১৪ জানুয়ারি:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রম দপ্তরের উদ্যোগে আজ কোচবিহার দিনহাটা শ্রমিক মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।মঞ্চে ছিলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মন। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও শ্রম দপ্তরের আধিকারিকরা। Post Views: 230