সুদীপ দাস , ১৬ জুন:- কোভিড পরিস্থিতির কারণে অসহায় মানুষদের অবস্থা আরো জটিল হয়েছে, তাই প্রতিদিন দুপুরের খাবার নিতে আসতে হয় শেওড়াফুলির জিটি রোড লাগোয়া তৃণমূল কর্মীদের অফিসে। কিন্তু আজকে সেই দুপুরের খাবার খেলো অন্যভাবে অর্থাৎ জামাইষষ্ঠীর আতিথিয়তায়। চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইনের উদ্যোগে স্থানীয় তৃণমূল কর্মীরা ফুটপাতেই আয়োজন করল জামাইষষ্ঠীর উৎসব। রোজকার ভাত, ডাল, মাছের বদলে আজকের খাবারের তালিকায় ছিল বিরিয়ানি, মাংস, মিষ্টি, চাটনি, আম সহ বেশ কয়েকটি সুস্বাদু পদ।
শুধুমাত্র খাবারই নয় পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হল সংসারের ব্যবহার্য কিছু নিত্যসামগ্রী। অভিনব এই উদ্যোগ দেখতে ভিড় করেছিলেন স্থানীয় বাসিন্দারা। টুকাই দাস বলেন লকডাউন পরিস্থিতির কারণে দুপুরের খাবার জোটানোই মুশকিল হয়ে পড়েছে সেই পরিস্থিতিতে আজকে জামাইষষ্ঠীর আতিথিয়তায় ভালো লাগছে। রুপালি পাল বলেন খাবারের সাথেই আজকের দিনটায় এই বিশেষ ব্যবস্থায় খুবই ভাল লাগছে। বিধায়ক অরিন্দম গুইন জানান লকডাউন পরিস্থিতিতে আমাদের এই কর্মসূচি পঁচিশ দিনে পড়লো পাশাপাশি আজকের দিনটা এক বিশেষ দিন, তাই এই অসহায় মানুষরা যাতে দিনটা উপভোগ করতে পারে তাই এই উদ্যোগ।