হুগলি , ১৩ জুন:- মুকুল রায় দলে ফিরে এসেছেন, রাজীব ব্যানার্জি সহ অনেকেই ফিরতে চাইছেন। রাজীব ঘনিষ্ঠ উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষালও বিজেপি থেকে দূরত্ব বাড়িয়েছেন। তিনিও তৃনমূলে ফিরতে পারেন এমন খবর রাজনৈতিক মহলে। উত্তরপাড়ার তৃনমূল বিধায়ক কাঞ্চন মল্লিক দলে ফিরে চাওয়াদের নিয়ে বললেন, আমাদের দলটা হল অক্সিজেন পার্লার আর অক্সিজেন সিলিন্ডার হল মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে ছেড়ে গেলে অক্সিজেনের অভাব হবে। যারা দলে থেকে বলেছেন দম বন্ধ হয়ে আসছে, আমি চ্যালেঞ্জ করে বলব অন্য কোনো দল বা অক্সিজেন পার্লারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত অক্সিজেন পাবে না।
তাই খাবি খাওয়া মাছের মত ফিরে আসছে। বস ইস অলয়েজ রাইট কে ফিরবেন কে ফিরবেন না সেটা তাদের ব্যাপার। তবে ফিরে এলেও যারা একবার গেছে শতবার ফিরে এলেও চাপ আছে।আপনি বাড়ির সৎ ছেলে আপনি যদি একদিনও মদ্যপান করেন পরে ছেড়েও দেন তাহলেও সেই দিনের কলঙ্কটা কলঙ্ক থেকেই যায়। আগে দেখি নেত্রী কি করে তারপর বলব।








