সুদীপ দাস , ১০ জুন:- গত রবি ও সোমবার হুগলী জেলায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মোট ১৯ জনের। রাজ্য সরকারের ঘোষনা অনুযায়ী বৃহস্পতিবার সেইসমস্ত পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছিল। আজ সেই ১৯ জন মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সহানুভূতি জানানোর পাশাপাশি দু লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ১২টা নাগাদ হুগলীর মহেশ্বরপুরে নামে অভিষেকের হেলিকপ্টার। সেখান তিনি গাড়িতে সোজা পৌঁছে যান মহানাদে বজ্রাঘাতে মৃত হারুন রসিদের বাড়িতে। রসিদের পরিবারের সাথে কথা বলে তিনি সমবেদনা জানান।
এরপর তিনি রওনা দেন সাটিথানের উদ্দেশ্যে সেখানেও বজ্রাঘাতে এক মৃত ব্যাক্তির বাড়িতে গিয়ে আর্থিক অনুদান তুলে দেন। এরপর তিনি পৌঁছন তারকেশ্বরে। তারকেশ্বরে রাজবাড়ীর মাঠে টেন্ট করা হয়। সেখানে দিলীপ ঘোষ সহ বজ্রাঘাতে মৃত মোট ৬ টি পরিবারের সাথে কথা বলে তাঁদের হাতে ২ লক্ষ টাকা করে চেক তুলে দেন। এরপর তৃণমূলের সেকেন্ডম্যান পৌঁছন আরামবাগ মহকুমার খানাকুলে। সেখানে বজ্রাঘাতে মৃত শিশির অধিকারী সহ বাকি পরিবারগুলির হাতে আর্থিক অনুদান তুলে দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।