কলকাতা , ৭ জুন:- পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস মালিকদের দাবি মেনে রাজ্য সরকার বাসের ভাড়া পুনর্বিন্যাসের বিষয়টি ভাবনা চিন্তা করছে। এই বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে। কসবার পরিবহন ভবনে আজ রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় বাস মালিকদের ভাড়াবৃদ্ধির দাবি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ফিরহাদ হাকিম অভিযোগ করেন, কেন্দ্র জ্বালানির উপর থেকে নিয়ন্ত্রণ তুলে নেওয়ার পর প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। এই অবস্থায় বাস মালিকরা পরিষেবা দিতে সত্যিই অসুবিধায় পড়ছেন। অন্যদিকের নিম্নবিত্ত ও গরীব মানুষের কথাও সরকার ভাবছে। এরপরই মন্ত্রী জানান, বাস ভাড়া নির্ধারণে এবার একটি কমিটি তৈরি করা হবে। যাত্রী, বাসমালিক সংগঠনের প্রতিনিধি এবং পরিবহন কর্তারা কমিটিতে থাকবেন। সেই কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতে আগামিদিনে সামঞ্জস্যপূর্ন বাসভাড়া ঠিক করা হবে। পাশাপাশি সোমবারের বৈঠকে এবার থেকে ব্যাটারিচালিত ই-বাস ব্যবহারে বেশি গুরুত্ব দেওয়া, বেসরকারি বাসের যে রুটগুলো থেকে আর লাভ আসছে না, সেই রুটগুলির বদলে বিকল্প রুটের পারমিট দেওয়ার মত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
Related Articles
পেগাসাসের প্রযুক্তি ব্যবহার করে নজরদারি চালানোকে সমর্থন করেন না মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৭ মার্চ:- পেগাসাসের মত প্রযুক্তি ব্যবহার করে সার্বিকভাবে নজরদারি চালানোকে তিনি কখনই সমর্থন করেন না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় জানিয়েছেন। নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে পেগাসাস ব্যবহার করলে, তাও মেনে নেওয়া যেত। কিন্তু এই প্রযুক্তি বিচারপতি, আধিকারিকদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, এটা অন্যায়। তিনি জানান চার, পাঁচ বছর আগে […]
মনোনয়নের তিনদিন ধরেই অশান্ত ভাঙ্গর।
ভাঙড়, ১৪ জুন:- রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে গত তিনদিন ধরেই অশান্ত ভাঙড়। আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত এলাকা। এই সংঘর্ষের জন্য শাসক দল ও পুলিশকে দায়ী করেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। পাল্টা তোপ দাগছে তৃণমূলব। এইসব চাপানউতোরের মাঝেই বুধাবর দুপুরে আচমকা নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে যান নওশাদ। যদিও আগাম অনুমতি না থাকায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর […]
অর্থাভাবে জাতীয় মিটে যাওয়া থমকে আছে কোন্নগরের অ্যাথলিট অভিজিতের ।
হুগলি,২৯ ডিসেম্বর:- ছোট থেকেই নিয়ম করে তিনি হাঁটতেন,দৌড়াতেন।স্কুলে তাঁর খেলাধুলার প্রতিভা দেখে মুগ্ধ ছিলেন তাঁর শিক্ষকরাও।বড় হয়ে ট্রাক এন্ড ফিল্ডে নাম করবেন,এই আশাতেই বিদ্যালয় স্তর থেকেই বিভিন্ন ইভেন্টে নাম দিতেন কোন্নগরের অভিজিৎ মুখোপাধ্যায়।সাইয়ের দুই কোচের তত্ত্বাবধানে শিখতেও থাকেন তিনি।দুই ভাইয়ের বড় অভিজিৎ যখন মাধ্যমিক দিচ্ছেন তখনই অসুস্থ হয়ে পড়েন তাঁর বাবা।সংসারের দায়িত্ব এসে পড়ে অভিজিতের […]








