এই মুহূর্তে কলকাতা

করোনা সংক্রমণ প্রতিরোধে বিধি নিষেধের মধ্যেই কৃষিক্ষেত্রে ছাড় দেবার সিদ্ধান্ত।

কলকাতা, ২৩ মে:- আসন্ন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকায় রাজ্য সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে চলা বিধি-নিষেধের মধ্যেই কৃষি সংক্রান্ত কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষিকাজ, উদ্যানপালন এবং এই সংক্রান্ত পরিবহন ছাড়াও কীটনাশক, সার, বীজ এবং কৃষি সংক্রান্ত যন্ত্রপাতি বিক্রির উপরে ছার দেওয়া হয়েছে। আজ নবান্ন থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ ও আসন্ন বর্ষার মরসুমের আগেই আপৎকালীন ভিত্তিতে গ্রাম উন্নয়ন সংক্রান্ত যে কোন কাজেও ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। সবাইকে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।