এই মুহূর্তে জেলা

প্রশাসনের অনুমতি নিয়েই আরামবাগ লায়ন্স ক্লাবের উদ্যোগে ভ্যাকসিন কর্মসূচি।


মহেশ্বর চক্রবর্তী , ২৩ মে:- সারা বিশ্ব জুুড়ে করোন ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত মানুষ। ভারতবর্ষ জুড়ে চলছে লকডাউন। এই রখম এক পরিস্থিতিতে ভারত সরকার করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন দেওয়া শুরু করে। সেই মতো পশ্চিমবঙ্গ জুড়েই চলছে ভ্যাকসিন কর্মসূচি। তবে প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন কর্মসূচিতে ব্যাপক মানুষের জমায়েত হচ্ছে। তাই এদিন প্রশাসনের অনুমতি নিয়ে হুগলি জেলার আরামবাগ লায়ন্স ক্লাব ভ্যাকসিন কর্মসূচি শুরু করে। এই কর্মসূচিতে আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, আরামবাগ মহকুমা প্রশাসনের একজন আধিকারিক ও আরামবাগ লায়ন্স ক্লাবের সভাপতি দেব কুমার কবিরাজ ও সম্পাদকসহ অন্যান্য সদস্যরা।জানা গিয়েছে মোট এগারোশো মানুষকে স্বাস্থ্য বিধি মেনে ভ্যাকসিন দেওয়া হবে।এদিন মোট তিনশো জনকে ভ্যাকসিন দেওয়া হয়।এই শিবির পর্যায়ক্রম অনুযায়ী চলতে থাকবে।

এই বিষয়ে আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী বলেন, আরামবাগ পৌরসভার অন্তরগত লায়ন্স ক্লাবের স্বাস্থ্য পরিকাঠামো থাকায় ক্লাবের সদস্যদের সঙ্গে আলোচনা করে ভ্যাকসিন কর্মসূচির ব্যবস্থা করা হয়। ক্লাবের সদস্যরা সরকারি স্বাস্থ্য বিধি মেনে এই মানবিক কাজের ব্যবস্থা করে বলে ওদের সকলকে সাধুবাদ জানাই।অন্যদিকে আরামবাগ লায়ন্স ক্লাবের সভাপতি দেব কুমার কবিরাজ বলেন, আরামবাগের ব্যবসাদার ও দোকানদারদের পরিবারের সকল সদস্যদের এই করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমরা সামাজিক দুরত্ব মেনে ও সরকারি স্বাস্থ্য বিধি মেনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আরামবাগ পৌরসভা আমাদের পাশে রয়েছে। ক্লাব সুত্রে জানা গিয়েছে, করোনা যোদ্ধা হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের স্বীকৃতি দেওয়ায় পাঁচ জন সাংবাদিককে ভ্যাকসিন দেওয়া হয়।সবমিলিয়ে আরামবাগ লায়ন্স ক্লাবের এই মানবিক উদ্যোগকে প্রশংসা করে এলাকার মানুষ।