কলকাতা , ১৭ মে:- বিধান পরিষদ গঠনে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্ন সভাঘরে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিধান পরিষদ গঠনের জন্য বিল পেশ করা হবে বিধানসভায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিধানসভা নির্বাচনের আগেই বলেছিলেন এবার ক্ষমতায় এলে বিধান পরিষদ গঠন করবেন। সেই মতো এদিন মন্ত্রী সভায় প্রস্তাব পাস হয়। যদিও লকডাউনের কারনে মন্ত্রিসভার বৈঠকে মাত্র ৮ জন মন্ত্রী উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী নিজেও ফোনেই বৈঠকে যোগ দেন। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপধ্যায় বৈঠকে ছিলেন। বিধানসভায় বিধান পরিষদের বিলটি পাস হলে তা রাজ্যপালের অনুমোদনের প্রয়োজন হবে। তারপর কেন্দ্রের কাছে পাঠানো হবে।
প্রসঙ্গত, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করার পর বিধান পরিষদ গঠন করার পরিকল্পনা নিয়েছিল। রাজ্য আইনসভার উচ্চকক্ষ হিসেবে কাজ করে বিধান পরিষদ। এরাজ্যেও একসময় বিধান পরিষদ ছিল। ১৯৬৯ সালে তা তুলে দেওয়া হয়।এদিন বৈঠকে নতুন নিয়োগ নীতি তৈরির প্রস্তাব পাস হয়েছে। রাজ্য সরকার চায় কর্মী নিয়োগের জন্য নতুন করে নিয়ম কানুন তৈরি করতে। এছাড়া রাজ্যে কোভিড পরিস্থিতির মোকাবিলা করতে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্য অনেক পরিকাঠামো গড়ে তুলেছে। এদিনের বৈঠকে রাজ্য সরকারের এই সব পদক্ষেপ অনুমোদিত হয়। রাজ্যসভার মতোই বিধানপরিষদ সমান গুরুত্বপূর্ণ। এদিনের বৈঠকে ছিলেন শিল্প মন্ত্রী পার্থ চ্যাটার্জি, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, সমবায় মন্ত্রী অরূপ রায়, জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী পুলক রায়, পূর্ত ও আইনমন্ত্রী মলয়ঘটক, শ্রমমন্ত্রী বেচারাম মান্না, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।