হাওড়া , ১৭ মে:- করোনাকালে অবসরপ্রাপ্ত এক রেলকর্মীর পরিবার এগিয়ে এলেন স্বেচ্ছায় রক্তদানে। রবিবার লকডাউনের প্রথম দিনে বালির ওই পরিবার রক্তদান শিবিরের আয়োজন করেন। অবসরপ্রাপ্ত রেলকর্মী অজয় ভূষণ রায় অবসরের সঞ্চয়ের টাকায় এবং পুজোর সময় জামাকাপড় না কিনে জমিয়ে রাখা সেই টাকা দিয়ে বালির এক বহুতল বিল্ডিং এর নিচে নিজের আবাসনে রক্তদান শিবিরের আয়োজন করেন। শুধু এবারই নয় গত ৯ বছর ধরে এমনই উদ্যোগ নিয়ে আসছেন বাবা, মা, মেয়ের পরিবারের তিন সদস্য। করোনা কালে রক্তের চাহিদা এতটাই বেড়েছে যে অসুবিধার মধ্যেও এই শিবিরের আয়োজন এরা করেছেন। প্রায় ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন। মেয়ে শ্রাবন্তী রায় এই উদ্যোগ আগামী দিনেও এগিয়ে নিয়ে যেতে চান। তিনি বলেন সকলেই রক্তদানে এগিয়ে আসুক এটাই চাই।