অঞ্জন চট্টোপাধ্যায়,৩১ জানুয়ারি:- টানা আট ম্যাচ অপরাজিত কিবু ভিকুনার মোহনবাগান। শুক্রবার বেইতিয়ারা ৩-২ গোলে হারাল চেন্নাই সিটিকে। মোহনবাগান ও চেন্নাই গোল করার একাধিক সুযোগ পেয়েছিল। গোলও নষ্ট করে দু’ দল। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে মোহনবাগান ও চেন্নাই ম্যাচের স্কোর লাইন আরও হৃষ্টপুষ্টই দেখাত। এ দিনের ম্যাচ জিতে সাপ-লুডোর আই লিগ টেবলে মোহনবাগান নিজেদের অবস্থান আরও মজবুত করল। মিনার্ভার (১০ ম্যাচে ১৭ পয়েন্ট) থেকে ছ’ পয়েন্টে এগিয়ে গেল সবুজ-মেরুন (১০ ম্যাচে ২৩ পয়েন্ট)। খেলার ২৮ মিনিটে মোহনবাগান গোল করে এগিয়ে যায়। বেইতিয়ার কর্নার থেকে হেডে পাপা দিওয়ারা এগিয়ে দেন। মোহনবাগানের দ্বিতীয় গোলটি প্রথম গোলেরই যেন অ্যাকশন রিপ্লে।
বেইতিয়ার কর্নার থেকে হেডে ব্যবধান বাড়ান ফ্রান গনজালেজ। বিরতির সময়ে মোহনবাগান এগিয়েছিল ২-০-এ। বিরতির পরে পাপা ৩-০ করেন। এর পরে ম্যাচে ফেরার চেষ্টা করে চেন্নাই। তারপরেই বদলে গেল ছবিটা। হঠাৎ করে গা ছাড়া মনোভাব দেখা গেল বাগান ফুটবলারদের মধ্যে। তার খেসারত দিতে হল। ৬৫ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোল করে চেন্নাইকে খেলায় ফেরান পরিবর্ত হিসেবে নামা বিজয়। তার তিন মিনিট পরেই প্রায় ৩০ গজ দূর থেকে শঙ্করকে দাঁড় করিয়ে জাল নাড়িয়ে দেন বালা কৃষ্ণণ। বিজয় ও যিষ্ণু দূরপাল্লার শটে মোহনবাগানের জাল কাঁপান। দুটো গোল পেয়ে যাওয়ায় চেন্নাই কামড় বসাতে শুরু করে ম্যাচে। মোহনবাগানের পেনাল্টি বক্সে চেন্নাই আক্রমণ তুলে আনলেও আকবর নওয়াজের ছেলেরা আর গোল করতে পারেননি। শেষ হাসি তোলা ছিল মোহনবাগানের জন্য।