এই মুহূর্তে কলকাতা

একগুচ্ছ দাবি নিয়ে ৪৮ ঘন্টার ধর্মঘটে ব্যাংক কর্মীরা।


 

সোজাসাপটা ডেস্ক,৩১ জানুয়ারি:- নিজেদের স্বার্থ সুরক্ষিত করার একগুচ্ছ দাবী সামনে রেখে শুক্র ও শনিবার 48 ঘণ্টার ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা। কর্মীরা অভিযোগ করছেন কেন্দ্রীয় সরকারের কাছে অনেক কিছু দাবি করেছিলেন ব্যাঙ্ক কর্মচারীরা। তাঁদের হুংকার ও অভিযোগ যে সরকার ও ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন গত আট বছর না করেছে দ্বিপাক্ষিক চুক্তি, না সুরক্ষিত করেছে ব্যাংক কর্মীদের ভবিষ্যৎ । এমনকি পেনশন ভোগীরা খুশি নন। ধর্মঘটিদের যুক্তি , বর্তমানে চলা অবস্থা থেকে মুক্তি পেতে পে রিভিসান ও ফ্যামিলি পেনশন বৃদ্ধির দাবীতে রাস্তায় নামা ছাড়া গত্যান্তর ছিল না বর্তমান ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীদের । ফলে ব্যাংকে তালা ।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                     এই ব্যাঙ্ক ধর্মঘটের ফলে সাধারণ মানুষ নাকাল যাঁরা ধর্মঘটে হয়রানির শিকার হয়ে দিশেহারা ।গ্রাহকদের বক্তব্য যতই অগ্রিম ধর্মঘটের ঘোষনা হোক , জরুরী প্রয়োজন কখনো বলে কয়ে আসে না। জরুরী পরিষেবা বন্ধ থাকার ফলে এই ধর্মঘটে তাঁরা বিপাকে । আগামী মার্চে ১১,১২,১৩ আবার ধর্মঘটে বসবেন জানিয়ে ব্যাংক কর্মীদের হুমকি দাবী না মানলে এপ্রিল থেকে শুরু হবে লাগাতার ধর্মঘট ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.