হাওড়া , ৬ মে:- কোভিড সংক্রমণ বাড়তে থাকায় আজ বৃহস্পতিবার থেকে আগামী কয়েক দিনের জন্য লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ করা রয়েছে। কোভিডে রাশ টানতেই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় এদিন হাওড়া স্টেশনে যাত্রীদের সেই চেনা ভীড় ছিলনা। সকাল থেকেই প্ল্যাটফর্ম সাফাই করার ছবি দেখা গেছে। তবে বাসস্ট্যান্ডে এদিন যাত্রীদের ভীড় ছিল। লোকাল ট্রেন না চলায় এবং রাস্তায় বাসের সংখ্যা কম থাকায় অনেকেই এদিন কাজে বেরিয়ে সমস্যায় পড়েন। এদিকে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ-পূর্ব রেল সকল দূরপাল্লার ট্রেনে বাইরে থেকে বাংলায় আগত যাত্রীদের বাধ্যতামূলকভাবে ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টার আগে করা করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী খড়গপুর ডিভিশনের সমস্ত লোকাল ট্রেন পরিষেবা ৬ মে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গগামী সমস্ত লোকাল সুবার্বান এবং ইএমইউ ট্রেন পরিষেবা ৬মে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে, অন্যান্য স্পেশাল ট্রেন, পার্সেল ট্রেন এবং মালবাহী ট্রেন নির্দিষ্ট সময় অনুযায়ী চলাচল করবে বলে জানানো হয়েছে। স্পেশাল ট্রেনের যাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন কোভিড বিধি সঠিকভাবে মেনে চলেন এবং তারা যেন করোনা সংক্রমণ থেকে সতর্ক থাকেন।