এই মুহূর্তে জেলা

জগদ্দলে নিহত শোভারানী মন্ডলের পরিবারের সঙ্গে দেখা করলেন জে, পি, নাড্ডা।

ব্যারাকপুরঃ, ৫ মে:- নির্বাচনী ফলাফল ঘোষণার পর রাজনৈতিক হিংসায় প্রান হারান জগদ্দলের রাহুতার বাসিন্দা সোভারানী মন্ডল। মৃত শোভারানীদেবীর ছেলে কমল মন্ডল ওই এলাকার বিজেপির বুথ সভাপতি। বুধবার বেলায় মৃত শোভারানী মন্ডলের শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তার সঙ্গে ছিলেন দুই সাংসদ অর্জুন সিং ও জ্যোতির্ময় মাহাতো। এদিন মৃতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন জে পি নাড্ডা। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা সাংবাদিকদের বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও অন্যান্য তৃণমূল নেতারা বাংলার মানুষের আর্তনাদ শুনতে পাচ্ছেন না। ক্ষমতায় এসে উনি হিংসাযুক্ত বাংলা বানানে চাইছেন।

বিজেপি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তার দাবি গনতান্ত্রীক প্রদ্ধতীতেই এই রাজনৈতিক হিংসার মোকাবেলা করবে বিজেপি। মৃতার বড় ছেলে তারক মন্ডল বলেন,নাড্ডাজী আমাদের সুরক্ষার পাশাপাশি পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। প্রসঙ্গত,গত ২ মে অর্থাৎ ভোটের ফল ঘোষণার দিন রাতে জগদ্দল বিধানসভার ১৭১ নম্বর বুথ সভাপতি রাহুতার বাসিন্দা কমল মন্ডলের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির বুথ সভাপতি কমল ছাড়াও তার মা ও স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছিল ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওইদিন রাতে গুরুতর জখম অবস্থায় বিজেপি কর্মীর মা সোভারানী মণ্ডলকে কল্যাণীর জেএমএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৩ রা মে অর্থাৎ পরদিন সকালেই ওই হাসপাতালেই তার মৃত্যু হয়েছিল।