এই মুহূর্তে জেলা

গৃহবধূকে খুনের অভিযোগে স্বামী গ্রেপ্তার ।

পূর্ব বর্ধমান , ১ মে:- গত বুধবার রাতে মন্তেশ্বর ব্লকের মামুদপুর ২ নম্বর অঞ্চলের কাই গ্রামের ফুলকলি খাতুন নামেএক গৃহবধূকে মেরে বস্তায় বেঁধে বাড়ির গোয়ালে মাচায় রেখে দিয়ে বডি লোপাটের চেষ্টা করেন বলে মৃত গৃহবধূর স্বামী সামীরুল মল্লিক ও শশুর শাশুড়ি নামে মন্তেশ্বর থানায় ফুলকলি বাপের বাড়ী লোকজন অভিযোগ করেন গতকাল বৃহস্পতিবার । তার পরিপেক্ষিতে মন্তেশ্বর থানা পুলিশ মৃত গৃহবধূ ফুলকলির স্বামী সামিরুল মল্লিককে মেমারি থানার সাতগেছিয়া থেকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর শুক্রবার তাকে গ্রেফতার করেন মন্তেশ্বর থানার পুলিশ। আজ শনিবার সামিরুল মল্লিককে কালনা মহকুমা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।