এই মুহূর্তে জেলা

পুজোয় দর্শনার্থীদের নজর কেড়েছে সিকিমের শিরডি সাইবাবার মন্দির।

হাওড়া , ২১ অক্টোবর:- করোনা আবহে বাজেট কিছুটা কমলেও এবারেও দর্শনীয় মণ্ডপসজ্জা করে তাক লাগিয়ে দিয়েছে হাওড়ার বেলগাছিয়া ছাত্র মিলন সংঘের পুজো উদ্যোক্তারা। হাওড়ার ‘জে’ রোড বেলগাছিয়া ছাত্র মিলন সংঘের নতুন চিন্তাধারায় পূজামণ্ডপ এবার এক নতুন রূপ পেয়েছে I এদের মন্ডপে ফুটিয়ে তোলা হয়েছে নামচি দক্ষিণ সিকিমের “শিরডি সাইবাবার মন্দির “। করোনা আবহেও বেলগাছিয়া ছাত্র মিলন সংঘের দুর্গোৎসবের নতুন পরিকল্পনা ও চিন্তাধারা এক অভিনব রূপ পেয়েছে। পুজো কমিটির চেয়ারম্যান ভাস্কর ভট্টাচার্য জানান, প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের পূজামণ্ডপ দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে।

মণ্ডপের আকর্ষণীয় দিক হল মণ্ডপের নিখুঁত হস্তশিল্প এবং “সাইবাবার মূর্তি”।পূজামন্ডপে সুসজ্জিত থাকবে সাইবাবার জীবনীর নানান অধ্যায়।পূজামণ্ডপ ও তার চারিপাশের পরিবেশ চন্দননগরের আলোকে সুসজ্জিত করা হয়েছে। কাশী রুদ্রপালের অসাধারণ প্রতিমা এবার দর্শনার্থীদের আরও আকর্ষিত করবে। নামচি দক্ষিণ সিকিম শিরডি সাইবাবার মন্দির অনুকরণে তৈরি একটি সুন্দর বাগান এবং আলোকসজ্জার একটি ফোয়ারা এবারের অন্যতম আকর্ষণ হতে চলেছে। চতুর্থীর সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায়, বিধায়ক জটু লাহিড়ী, আইএফএ এর সহ সভাপতি শ্যামল মিত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।