কলকাতা , ৩০ এপ্রিল:- রাজ্যে বিধানসভা নির্বাচনের আট দফার দীর্ঘ ভোট পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার ভোট গণণা ও ফল ঘোষণার পালা। ভোটদাতাদের রায় ইভিএম বন্দি অবস্থায় এখন কড়া নিরাপত্তায় স্ট্রংরুম গুলিতে সংরক্ষিত রয়েছে। প্রতিটি স্ট্রংরুমে ২৪ ঘণ্টা পাহারার জন্য এক প্লাটুন করে আধাসেনা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে রবিবার রাজ্যের ২৩৪ টি বিধানসভা আসনের ভোট গণণার জন্য প্রস্তুতি চলছে জোর কদমে। অভূতপূর্ব কোভিড পরিস্থিতিতে নির্বিঘ্নে এবং সংক্রমণের সম্ভাবনা যতটা সম্ভব কম রেখে গণনা পর্ব সম্পন্ন করতে নির্বাচন কমিশন একাধিক উদ্যোগ নিয়েছে। এবার দীর্ঘ বিধানসভা নির্বাচন পর্বের ওপর প্রথম থেকেই ছায়া ফেলেছে অতিমারীর আবহ। ভোটপর্ব যত এগিয়েছে সঙ্কট ততই ঘণিভূত হয়েছে। করোনা সঙ্কটের এই ক্রমবর্ধমান প্রকোপের মধ্যে বিধানসভা নির্বাচনের গণণা পর্ব নিয়ে তৈরি হয়েছে একাধিক জটিলতা।
তা স্বত্তেও সংক্রমণের সম্ভাবনা কমাতে এবার গণনা পর্বে কোভিড বিধি নিষেধ কঠোরভাবে লাগু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোট কর্মী-আধিকারিক থেকে শুরু করে গণনা কেন্দ্রে উপস্থিত সকলের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কোভিড পরীক্ষার নেতিবাচক শংসাপত্র,অথবা দুদফার টিকা মেলার সংশাপত্র থাকলে তবেই গণনাকেন্দ্রে প্রবেশ করা যাবে। এছাড়া প্রবেশ পথে দেহের তাপ পরীক্ষা, মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। গণনা টেবিল গুলির মধ্যে নির্দিষ্ট দূরত্ব রাখতে বলা হয়েেছে। প্রার্থী ও এজেন্টদের গণনা কেন্দ্রে প্রবেশের বিষয়েও নানা বিধি নিষেধ থাকছে। এবার সারারাজ্যে মোট ১০৮ টি গনণা কেন্দ্র তৈরী করা হয়েছে| যার মধ্যে দক্ষিণ ২৪ পরগণা জেলায় সর্বাধিক ১৫ গণনা কেন্দ্র থাকছে। কালিংম্পং,আলিপুরদুয়ার ও ঝাড়গ্রামে মাত্র একটি করে গনণা কেন্দ্র থাকছে| পাশাপাশি এবার গনণাকে কেন্দ্র করে যাতে কোনোরকম অশান্তি না ছড়ায় তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে| গনণার জন্য ২৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। গণনা কেন্দ্রের বাইরে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা।সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে।